×

জাতীয়

দাউদকান্দিতে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতাল সিলগালা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৮, ১০:৩০ পিএম

দাউদকান্দিতে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতাল সিলগালা
কুমিল্লার দাউদকান্দিতে রংধনু হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ওই হাসাপাতালে অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও উপজেলার মোট ৯৩টি প্রাইভেট হাসপাতালের মধ্যে ৫০টির কোনো অনুমোদন না থাকায় তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আদালত। জানা গেছে, দাউদকান্দির গৌরীপুরসহ পৌরসভা ও হাটবাজারে ৯৩টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এসব হাসপাতালে মধ্যে ৫০টির কোনো অনুমোদন নেই, আর ভুয়া চিকিৎসকও রয়েছে অনেক। এসব ভুয়া চিকিৎসক আর আনুমোদনহীন হাসপাতালে ভুল চিকিৎসায় প্রতি মাসে ২/১ জন রোগীর জীবন দিতে হচ্ছে। গত সোমবার ভুল চিকিৎসার কারণে জীবন দিতে হয় তিতাসে নূর জাহান বেগমের। তার মৃত্যুর পর কালের কণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের। এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার রংধন হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি রংধন হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়াও ওই ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহত প্রসূতির স্বামী ডালিম মিয়া বাদী হয়ে দাউদকান্দি মযেল থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে নাম প্রকাশ না করার শর্তে বৈধ হাসপাতালের কয়েকজন মালিক জানান, যত অবৈধ হাসপাতাল ও ক্লিনিক রয়েছে তারা বছরের পর বছর স্বাস্থ্য বিভাগের রাগব বোয়ালদেরকে মাশোয়ারা দিয়ে চালিয়ে যাচ্ছে। আর তারা অল্প টাকায় সিজার অপারেশেন করিয়ে একটার পর একটা দুর্ঘটনা ঘটাচ্ছে। অবৈধ হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করা না হলে এসব দুর্ঘটনা ঘটবেই। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জালাল হোসেন বলেন, রংধনু হাসপাতালে যে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। তাছাড়া তাদের কোনো অনুমোদন নেই। তাই আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় তা সিলগালা করে দিয়েছি। এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুব আলম বলেন, রংধনু হাসপাতালকে সিলগালা করা হয়েছে এবং কাগজপত্র না থাকায় ইউনাইটেড হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় যে সব অবৈধ হাসপাতাল ও ক্লিনিক রয়েছে তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App