×

জাতীয়

অর্থ আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তা কারাগারে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৮, ০৯:২৭ পিএম

অর্থ আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তা কারাগারে
চট্টগ্রামে একাধিক গ্রাহকের ২ কোটি ১৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কমার্স ব্যাংক খাতুনগঞ্জ শাখার এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। ব্যাংক কর্মকর্তা হলেন ক্যাশ অফিসার মনিরুল ইসলাম। দুদকের দায়ের করা মামলায় বুধবার আদালতে আত্মসমর্পণ করলে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম ওসমান গণি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চট্টগ্রাম দুদক কার্যালয়ের আইনজীবী সালাউদ্দিন লাভলু জানান, অভিযুক্ত কমার্স ব্যাংক খাতুনগঞ্জ শাখার ক্যাশ অফিসার মনিরুল ইসলাম ২০১৪-১৫ অর্থবছরে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে ৩৯ জন গ্রাহকের ২ কোটি ১৯ লাখ ১৫ হাজার ৫২৩ টাকা আত্মসাত করেন। এই ঘটনায় গত ২২ জুলাই দুদকের উপ-পরিচালক শেখ ফানা ফিল্লাহ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় জামিন চেয়ে মনিরুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App