×
Icon ব্রেকিং
ইরানের ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল, ইরানের বিভন্ন শহরে বিমান চলাচল বন্ধ

জাতীয়

পলাতক সাত আসামির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৮, ০৬:৫৪ পিএম

পলাতক সাত আসামির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের নয়জনের মধ্যে পলাতক সাত আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় নয়জনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদেস্যর বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন ও রেজিয়া সুলতানা চমন। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ঠিক করা হয়েছে। প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় নয় আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- শামসুল হক বাচ্চু (৭০) ও আবুল বাশার মো. মোফাজ্জল ওরফে মৌলভী মোফাজ্জল (৭২)। পলাতক সাত আসামি হলেন- আনিসুর রহমান (৭০), মো. মোখলেসুর রহমান মুকুল (৬৫), মো. সাইদুর রহমান রতন (৬২), শামসুল হক ফকির (৭৫), নুরুল হক ফকির (৭০), মো. সুলতান মাহমুদ ফকির (৬২) ও নকিব হোসাইন আদিল সরকার (৬৬)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App