×

খেলা

দুর্দান্ত ফর্মে সালাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৮, ০৪:২২ পিএম

দুর্দান্ত ফর্মে সালাহ
ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে ২০১৭ সালে ইংলিশ ক্লাব লিভারপুলে নাম খেলান মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। লিভারপুলে নাম লেখানোর আগে রোমা ছাড়াও চেলসি এবং ফ্লোরেন্টিনার হয়ে খেললেও খুব একটা দ্যুতি ছড়াতে পারেননি তিনি। কিন্তু অলরেডদের জার্সি গায়ে যেন রাতারাতি বদলে যান মোহামেদ সালাহ। গত মৌসুমে হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা। এ ছাড়া তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ আসরে। যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন ৩২ গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১০ গোল। এমন ঈর্ষণীয় পারফরমেন্সের পরও অনেকে বলেছে, কেবল একটি মৌসুমে এমন দুর্দান্ত ফুটবল নৈপুণ্য অনেকেই দেখান। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখাটা সহজ নয়। তাই লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহকে এক মৌসুমের তারকা বলে অভিহিত করেন সমালোচকরা। কিন্তু আগের মৌসুমের সেই দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতা এবারো ধরে রেখেছেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে লিভারপুল। তিনটি ম্যাচেই মাঠে নেমেছেন সালাহ। অলরেডদের জার্সি গায়ে সমর্থকদের নিরাশ করেননি তিনি। আগের মৌসুমের মতো এবারও দুর্দান্ত খেলছেন মিসরীয় ফরোয়ার্ড। এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচেই গোল পেয়েছেন বর্তমানে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। যেখানে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে তিনি গোল করেছেন ১টি। ওই ম্যাচটি লিভারপুল জিতেছে ৪-০ গোলের ব্যবধানে। এরপর মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে গোল পাননি সালাহ। কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচে আবারো আলো ছড়িয়েছেন তিনি। ব্রাইটনের বিপক্ষে খেলা ম্যাচটিতে তার পা থেকে এসেছে জয়সূচক একমাত্র গোলটি। মৌসুমে এখন পর্যন্ত ২টি গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্টও করেছেন তিনি। তাই ক্লাব ফুটবলের গত মৌসুম শেষে যারা সালাহর সমালোচনা করেছেন তারাও এখন বলতে শুরু করেছেন, মিসরীয় ফরোয়ার্র্ড কেবল এক মৌসুমের তারকা নন; বরং নিঃসন্দেহে সময়ের সেরা ফরোয়ার্ডের মধ্যে একজন তিনি। বর্তমানে শিরোপা জয়ের দৌড়েও এগিয়ে রয়েছে সালাহর ক্লাব লিভারপুল। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App