×

তথ্যপ্রযুক্তি

অক্টোবরে স্কুটার বাজারে আনছে ভেসপা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৮, ০৩:৪৮ পিএম

অক্টোবরে স্কুটার বাজারে আনছে ভেসপা
অক্টোবরেই বাজারে প্রথম ইলেকট্রিক স্কুটার আনছে ভেসপা। এই অক্টোবরে স্কুটারটি ইউরোপের বাজারে সর্বপ্রথম পাওয়া যাবে। এরপর ২০১৯ সালের শুরুতে যুক্তরাষ্ট্র ও এশিয়ার বাজারে স্কুটারটি পাওয়া যাবে। এটির বিশেষত্ব হলো এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ১০ বছর একটানা সার্ভিস দিবে, দাবি ভেসপার। ইলেকট্রিক স্কুটার বাজারে আনার জন্য দীর্ঘদিন করে কাজ করে আসছে ভেসপা। শোনা যাচ্ছে আগামী মাস থেকে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে। ভেসপার মূল প্রতিষ্ঠান পিয়াজিও নতুন ইলেকট্রিক স্কুটারের দাম এখনো প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে এর দাম খানিকটা চড়া হবে। ভেসপার হাইএন্ড মডেলের মতই এর মূল্য হবে। ভেসপার নতুন এই ইলেকট্রিক বাইক এক চার্জে চলবে ১০০ কিলোমিটার। ভেসপার ৫০ সিসির স্কুটারের চেয়েও এর পারফরমেন্স ভালো হবে। এটি সম্পূর্ণ চার্জ নিতে চার ঘণ্টা সময় নেবে। এর ব্যাটারি এক হাজারবার চার্জ দেয়া যাবে। ইলেকট্রিক ভেসপায় বেশ কয়েকটি রাইডিং মোড থাকবে। এর ইকো মোডে টপস্পিড পাওয়া যাবে ঘণ্টায় ৩০ কিলোমিটার। পিয়াজিও শিগগিরই ইলেকট্রিক এক্স নামে আরেকটি ই-বাইক বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে। যেটি এক চার্জে ২০০ কিলোমিটার চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App