×

তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ে বাজারে আনছে ৭ ন্যানোমিটার প্রসেসর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৮, ০৩:০৬ পিএম

হুয়াওয়ে বাজারে আনছে ৭ ন্যানোমিটার প্রসেসর
বিশ্বের প্রথম ৭ ন্যানোমিটার প্রযুক্তির প্রসেসর বাজারে আনবে হুয়াওয়ে।তাদের কিরিন ৯৮০ প্রসেসরটি টিএসএমসি ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে উৎপাদন শুরু করবে আগামী সেপ্টেম্বরে।অন্যান্য প্রসেসর নির্মাতারাও এ বছর থেকেই ৭ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার শুরু করবে। তবে তাদের চিপসেটগুলো অক্টোবরের আগে উৎপদান উপযোগী হবে না। এ দৌড়ে এগিয়ে রয়েছে হুয়াওয়ে।বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছর বিশ্বে তৈরি মোট প্রসেসরের মধ্যে ১৮ শতাংশ তৈরি হবে ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে। ধীরে ধীরে ১০ ন্যানোমিটার প্রযুক্তি থেকে সরে আসবে নির্মাতারা। কিরিন ৯৮০ প্রসেসরে দেয়া হবে ৪টি কর্টেক্স এ৭৭ কোর এবং ৪টি কর্টেক্স এ৫৫ কোর। সঙ্গে থাকবে ২৪ কোর মালি জি৭২ জিপিউ এবং এলপিডিডিআর৪এক্স র‌্যাম ব্যবহারের সুবিধা। হুয়াওয়ের নিজস্ব নিউরাল প্রসেসিং ইউনিট থাকবে এআই প্রসেস চালানোর জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App