×

বিনোদন

বঙ্গবন্ধুকে নিয়ে বায়োপিক বানাবেন শ্যাম বেনেগাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৮, ০২:৩৫ পিএম

বঙ্গবন্ধুকে নিয়ে বায়োপিক বানাবেন শ্যাম বেনেগাল
জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত হবে বায়োপিক। আর সেই ছবিটি নির্মাণ করবেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। আজ (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। আগস্ট মাসের শুরুতে জানা যায় বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ করার জন্য ভারত থেকে তিনজন নির্মাতার নাম প্রস্তাব করা হয়েছে। তাদের মধ্যে ছিলেন শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ এবং কৌশিক গাঙ্গুলি। এই তিনজনের মধ্যে থেকে এবার একজনকে নির্বাচন করা হয়েছে। তিনি হলেন শ্যাম বেনেগাল। পদ্মশ্রী, পদ্মভূষণসহ ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার সাতবার ঘরে নিয়েছেন তিনি। নেহরু ও সত্যজিৎ রায়কে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। কর্মজীবন শুরু করেছিলেন অস্কারজয়ী খ্যাতিমান পরিচালক সত্যজিৎ রায়ের সহকারি হিসেবে। বঙ্গবন্ধুকে নিয়ে বায়োপিকের শুটিং কবে থেকে শুরু হবে তা এখনও জানাতে পারেনি তথ্যমন্ত্রণালয় সূত্র। তবে তারা এটা জানিয়েছে যে শ্যাম বেনেগাল একাই ছবিটি নির্মাণ করবেন না। তার সহযোগী পরিচালক হিসেবে বাংলাদেশ থেকেও একজন পরিচালক থাকবেন। আর দেশের পরিচালক কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App