×

তথ্যপ্রযুক্তি

নন-স্কিপেবল বিজ্ঞাপন দেখাবে ইউটিউব!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৮, ০৪:৫২ পিএম

নন-স্কিপেবল বিজ্ঞাপন দেখাবে ইউটিউব!
ভিডিও নির্মাতাদের আয়ের পরিমাণ বাড়াতে আরো বেশিসংখ্যক ভিডিওতে বাধ্যতামূলক বা নন-স্কিপেবল বিজ্ঞাপন প্রদর্শনের পরিকল্পনা করছে ইউটিউব কর্তৃপক্ষ। গুগল ভিডিও নির্মাতাদের আরও সুখবর দিয়েছে।বিজ্ঞাপন না দেখে ভিডিও দেখার দিন শেষ! আগামী সপ্তাহ থেকেই জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের ভিডিওতে এসব বিজ্ঞাপন প্রচারের কার্যক্রম শুরু হবে। যেসব নির্মাতার ভিডিওতে এরই মধ্যে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, তাঁরাও এ সুযোগ পাবেন। কিন্তু ভিডিও নির্মাতারা চাইলে নিজেদের ভিডিওতে বাধ্যতামূলক বিজ্ঞাপন প্রদর্শন না-ও করতে পারেন।ভিডিও নির্মাতারা তাদের ড্যাশবোর্ডে এ সংক্রান্ত নোটিফিকেশন পাবেন। মূলত ইউটিউব সাইটটিতে থাকা জনপ্রিয় ভিডিওগুলোতে দুই ধরনের বিজ্ঞাপন প্রচার করা হয়। ভিডিও চালুর সময় কিছু বিজ্ঞাপন বন্ধ করা যায়, বাকিগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত বাধ্যতামূলকভাবে দেখতে হয়! উল্লেখ্য যে, এ বছরের জানুয়ারিতে ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপনের জন্য ২০ সেকেন্ড সময় বেধে দেয় ইউটিউব কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App