×

খেলা

বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করল রবি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৮, ০৮:০৬ পিএম

বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করল রবি
গত বছর মে মাসে দুই বছরের চুক্তি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির মধ্যে। প্রায় ৬০ কোটি টাকার এ চুক্তিতে জাতীয় দল, ‘এ’ দল, যুব দল ও নারী জাতীয় দলের পৃষ্ঠপোষকতা করে আসছিল প্রতিষ্ঠানটি। কিন্তু এক বছরে কিছু বেশি সময় পার হওয়ার পর হুট করে বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছে রবি। বিসিবি এ নিয়ে কোনো কিছু আনুষ্ঠানিকভাবে না জানালেও রবির পক্ষ থেকে জানানো হয়েছে চুক্তির বাতিলের কারণ। এক বিবৃতিতে রবি জানিয়েছে,‘বাংলাদশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চলমান পৃষ্ঠপোষকতা বিষয়ক চুক্তিটি প্রাসঙ্গিকতা হারানোয় দেশের ক্রিকেটের গৌরবাজ্জ্বল এই মুহূর্তে ভারাক্রান্ত হৃদয়ে দায়িত্ব থেকে আমরা সরে দাঁড়াচ্ছি। তবে বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ভিন্ন পরিসরে দলের পাশে দাঁড়ানোর সুযোগ পেলে আমরা কৃতার্থ থাকব।’ বেশ কিছু দিন ধরেই রবির পক্ষ থেকে অভিযোগ করে আসা হচ্ছিলো যে, চুক্তির সব শর্ত মানছে না বিসিবি। তারা বিসিবিকে ব্যাপারটা বারবার জানালেও বিসিবি এ বিষয়ে নাকি উদাসীনা দেখিয়ে আসছিল। তারই প্রতিবাদে চুক্তি বাতিল করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০১৫ সালে এক বছরের জন্য প্রথম দফা বিসিবির সঙ্গে চুক্তি করেছিল রবি। সেবার চুক্তি হয়েছিল প্রায় ৩০ কোটি টাকায়। এরপর গত বছর আরও দুই বছরের জন্য চুক্তি করে বিসিবি ও রবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App