×

আন্তর্জাতিক

মুম্বাইয়ে বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে চারজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০১৮, ০১:০৩ পিএম

মুম্বাইয়ে বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে চারজন নিহত
ভারতের মুম্বাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ১৪ জন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় নিশ্চিত কার সম্ভব হয়নি। বুধবার (২২ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টা ৩২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস অফিস। দ্রুত অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে যোগ দেয় পুলিশ, বৈদ্যুতিক প্রকৌশলীরাও। তাৎক্ষনিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি কতৃপক্ষ। অগ্নিকাণ্ডের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ক্রিস্টাল টাওয়ার নামে বহুতল ওই আবাসিক ভবন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। মুম্বাইয়ের পারেলের হিন্দমাতা সিনেমা হলের পাশেই ভবনটি অবস্থিত। অগ্নিকাণ্ডের পর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ভবনের উপরের তলায় জড়ো হন। এ সময় তাদের উদ্ধারে ক্রেন ব্যবহার করা হয়। গত বছরের ডিসেম্বরে মুম্বাইয়ের কমলা মিলস এলাকার একটি রুফটপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App