×

বিনোদন

রাজ্জাকের প্রিয় সিনেমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০১৮, ০৩:১৫ পিএম

রাজ্জাকের প্রিয় সিনেমা
রাজ্জাকের প্রিয় সিনেমা
রাজ্জাক বিচিত্র ধরনের চলচ্চিত্র ও চরিত্রে অভিনয় করেছেন। সেখান থেকে কয়েকটি সেরা বা স্মরণীয় ছবি বাছাই করা বেশ কষ্টসাধ্য। বিভিন্ন সাক্ষাৎকারে রাজ্জাক যে ছবিগুলোর নাম বলেছিলেন তার ভিত্তিতেই এই তালিকা করা হয়েছে
ছুটির ঘণ্টা ১৯৮০ সালে মুক্তি পায় ব্যতিক্রমী গল্পের এই ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন আজিজুর রহমান। ছবির মূল ভ‚মিকায় অভিনয় করেছে শিশু শিল্পী সুমন। এর গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাজ্জাক। তার চরিত্রের নাম আব্বাস। তিনি দপ্তরির ভূমিকায় অভিনয় করে মন জয় করেছেন সবার। রংবাজ ১৯৭৩ সালে জহিরুল হক পরিচালিত এই ছবিটির মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন রাজ্জাক। ছবির ‘হৈ হৈ হৈ রঙিলা’, ‘সে যে কেন এল না’ গান দুটো এখনো মানুষের মুখে মুখে ফেরে। নীল আকাশের নিচে এমন একটি ছবি যার সবগুলো গান হিট তকমা পেয়েছিল। এখনো গানগুলো নতুন। ‘হেসে খেলে জীবনটা’, ‘নীল আকাশের নীচে আমি’, ‘গান হয়ে এলে’ ও ‘প্রেমের নাম বেদনা’। ১৯৬৯ সালে মুক্তি পায় ছবিটি। পরিচালক নারায়ণ ঘোষ মিতা। ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন রাজ্জাক ও কবরী। জীবন থেকে নেয়া নানা কারণে ছবিটি গুরুত্বপূর্ণ। ‘একটি দেশ, একটি সংসার, একটি চাবির গোছা, একটি আন্দোলন, একটি চলচ্চিত্র’Ñ এমন ¯েøাগান দৃষ্টি কেড়েছিল সিনেমাপ্রেমীদের। রাজ্জাক যাকে খুব বেশি অনুসরণ করতেন, সেই জহির রায়হান পরিচালিত ছবি এটি। এটিই তার শেষ ছবি। মুক্তি পায় ১৯৭০ সালে। আলোর মিছিল মিতার ছবি ‘আলোর মিছিল’। ১৯৭৪ সালে মুক্তি পায় ছবিটি। এতে রাজ্জাকের পাশাপাশি আরো ছিলেন ববিতা, ফারুক, সুজাতা প্রমুখ। এ ছবির মাধ্যমে ববিতা প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ববিতা। ময়নামতি ‘ময়নামতি’ ছবিটি উল্লেখযোগ্য অন্য কারণে। ১৯৭৯ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। ‘ময়নামতি’র ‘অনেক সাধের ময়না আমার’ ও ‘ডেকোনা আমারে তুমি’ গানগুলো এখনো সমান জনপ্রিয়। অনন্ত প্রেম ‘অনন্ত প্রেম’ প্রথাগত ছবির মোড় ঘুরিয়ে দিয়েছিল। রাজ্জাক-ববিতা জুটির দারুণ হিট ছবি এটি। জনপ্রিয় এ ছবির মাধ্যমে পরিচালক রাজ্জাকের আত্মপ্রকাশ। ‘অনন্ত প্রেম’ বিয়োগান্তক প্রেমের ছবি। ছবির শেষ দৃশ্যে ছিল নায়ক-নায়িকার চুম্বন দৃশ্য। বেঈমান রাজ্জাক অভিনীত আলোচিত ও সফল ছবি ‘বেঈমান’। তার নায়িকা ছিলেন কবরী। ছবিটি এখনো অনেকের প্রিয়। গানগুলোও বেশ জনপ্রিয়তা পায়। ‘বেঈমান’ পরিচালনা করেন রুহুল আমিন। বড় ভালো লোক ছিল ‘হায়রে মানুষ রঙিন ফানুশ’ কিংবা ‘তোরা দেখ, দেখ দেখরে চাহিয়া’ গানগুলো যারা শুনেছেন তারা জানেন ছবিটির নাম। ‘বড় ভালো লোক ছিল’ মুক্তি পায় ১৯৮২ সালে। পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন। এটি রাজ্জাককে অভিনেতা হিসেবে শ্রেষ্ঠত্ব এনে দেয়। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। স্বরলিপি ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’ গানটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। রাজ্জাক অভিনীত ‘স্বরলিপি’ ছবিতে ব্যবহৃত হয়েছিল এটি। এতে তার নায়িকা ছিলেন ববিতা। ছবিটি পরিচালনা করেন নজরুল ইসলাম। ১৯৭০ সালে মুক্তি পায় ‘স্বরলিপি’। বাবা কেন চাকর তখন তিনি আর নায়ক নন, অভিনয় করতেন পার্শ্বচরিত্রে। কিন্তু এই ছবিতে ছাড়িয়ে গেছেন নায়কদেরও। পুরো ছবিই আবর্তিত হয়েছে তাকে ঘিরে। অবহেলিত এক বৃদ্ধ বাবাকে পর্দায় এতটা বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা শুধু তার পক্ষেই সম্ভব ছিল। অভিনয়ের সঙ্গে ছবিটির পরিচালকও ছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App