×

আন্তর্জাতিক

ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ১৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০১৮, ০৫:৫৪ পিএম

ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ১৩

ব্রাজিলের রিও ডি জেনিরোর বিভিন্ন বস্তি এলাকায় নিরাপত্তা বাহিনীর মাদক বিরোধী অভিযানে সন্দেহভাজন ১১ অপরাধী নিহত হয়েছেন। এসময় দুই সৈন্যও নিহত হয়। স্থানীয় সময় সোমবার এই অভিযান চালানো হয়।

ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম এ নগরীর নিরাপত্তার নেতৃত্ব দেয়া সামরিক কমান্ড জানায়, প্রেসিডেন্ট মিশেল তেমার রিও’র নিরাপত্তা রক্ষায় তাদের পাঠানোর পর এই প্রথম দুই সৈন্য নিহত হলো।

সামরিক কমান্ড জানায়, সামরিক গাড়ি বহর নিয়ে ৪ হাজার ২০০ সৈন্য মাদক চোরাকারবারীদের পেনহা, আলেমাও ও ম্যারি বস্তিতে প্রবেশ করে অভিযান চালানোর সময় এসব হতাহতের ঘটনা ঘটে।

তারা জানায়, এ অভিযানে ম্যারি বস্তি এলাকা থেকে ৪৩০ কেজি মাদক উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App