×

খেলা

গার্দিওলার মুখে আগুয়েরোর প্রশংসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০১৮, ০৫:০৬ পিএম

গার্দিওলার মুখে আগুয়েরোর প্রশংসা
জাতীয় দলের হয়ে রাশিয়া বিশ^কাপে ভালো খেলতে না পারলেও ক্লাবের হয়ে দারুণ পারফর্ম করছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল আগুয়েরোর ক্লাব ম্যানসিটি। হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটিতে বড় ব্যবধানে জয় পেয়েছে সিটিজেনরা। ম্যানসিটির হয়ে এদিন হ্যাটট্রিক করেছেন আগুয়েরো। এ নিয়ে নবমবারের মতো প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করলেন তিনি। এ ছাড়া কয়েকদিন আগে আগুয়েরোর জোড়া গোলেই চেলসিকে হারিয়ে ইংলিশ কমিউনিটি শিল্ডের এ বছরের শিরোপা জিতেছে ম্যানসিটি। এ কারণে সার্জিও আগুয়েরোর প্রশংসা মেতে উঠেছেন ম্যানসিটি কোন পেপ গার্দিওলা। বর্তমানে ৩০ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার এখন নিজের ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন বলে মনে করেন ম্যানসিটি কোচ। এ বিষয়ে গার্দিওলার অভিমত, সে গোল করার পাশাপাশি গোলের দারুণ সব সুযোগ তৈরি করে এবং সতীর্থদের গোল করার ক্ষেত্রেও সহায়তা করে। এরপর আগুয়েরোকে সন্দেহাতীতভাবে বর্তমান বিশে^র অন্যতম সেরা স্ট্রাইকার বলে উল্লেখ করে গার্দিওলা বলেন, তার উন্নতি আমাকে মুগ্ধ করছে। সত্যি বলতে সে দুর্দান্ত ফর্মে আছে। আমার বিশ্বাস, সে এই ফর্মটা ভবিষ্যতেও ধরে রাখতে পারবে। কেননা, সে কঠোর অনুশীলন করে। উল্লেখ্য, ২০১১ সালে ম্যানসিটিতে যোগ দেয়া আগুয়েরো এখন ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App