×

বিনোদন

গান গেয়ে পরিচয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০১৮, ০৪:০০ পিএম

গান গেয়ে পরিচয়
রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় ও সেরা দশটি গান নিয়ে এই আয়োজন
তুমি যে আমার কবিতা রাজ্জাক-কবরী জুটির ‘দর্পচূর্ণ’ মুক্তির সঙ্গে সঙ্গেই সিনেমাটির গান ‘তুমি যে আমার কবিতা’ দর্শকের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠল। সাবিনা ইয়াসমীন ও মাহমুদুন্নবীর কণ্ঠে গাওয়া গানটি। আমাকে পোড়াতে যদি ‘মনের মতো বউ’ সিনেমাটিতে অভিমানী রাজ্জাকের নায়িকার প্রতি আবেগতাড়িত কণ্ঠে গাওয়া ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’ গানটি খুবই জনপ্রিয় হয়। গানটি গেয়েছেন বশির আহমেদ। তুমি এমনই জাল পেতেছো চাষী নজরুল ইসলামের ‘শুভদা’ সিনেমার গান এটি। সুবীর নন্দীর কণ্ঠে গাওয়া গানটি রাজ্জাককে গাইতে দেখা যায় ঢোল বাজাতে বাজাতে। আয়নাতে ওই মুখ দেখবে যখন অভিনেত্রী শবনমের সঙ্গে স্বল্প কয়েকটি যে সিনেমায় অভিনয় করেছেন রাজ্জাক, তার মধ্যে ‘নাচের পুতুল’ অন্যতম। মাহমুদুন্নবীর কণ্ঠে গাওয়া এই গানটি দারুণ জনপ্রিয় হয়। নীল আকাশের নিচে নায়করাজ রাজ্জাক আর ১৯৬৯ সালের সিনেমা ‘নীল আকাশের নিচে’ যেন একে অন্যের সমার্থক। ‘নীল আকাশের নিচে’ এখনও স্বপ্নালু তারুণ্যের প্রতীক। গেয়েছেন মাহমুদুন্নবী। ঐ দূর দূর-দূরান্তে রাজ্জাকের সিনেমায় ষাটের দশকের তারুণ্যের উচ্ছ¡াস পর্দায় যেভাবে উঠে এসেছিল, তার আরেকটি উদাহরণ ‘দীপ নেভে নাই’ সিনেমার এই গানটি। গানটি গেয়েছেন মোহাম্মদ আলী সিদ্দিকী। লাইলি তোমার এসেছে ফিরিয়া ১৯৮৩ সালে ববিতার বিপরীতে ‘লাইলি মজনু’ সিনেমায় ব্যবহৃত হয়েছিল এই নজরুল সঙ্গীতটি। প্রেমেরই নাম বেদনা ‘নীল আকাশের নিচে’ সিনেমার আরেকটি জনপ্রিয় গান এটি। এতেও রাজ্জাক অভিনীত গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহমুদুন্নবী। হয় যদি বদনাম ১৯৮৩ সালের ‘বদনাম’ সিনেমার গান এটি। নায়করাজ রাজ্জাকের জন্য এই গানটি গেয়েছিলেন চিত্রনায়ক জাফর ইকবাল। আমি কার জন্যে পথ চেয়ে রবো ১৯৭৭ সালে মুক্তি পায় রাজ্জাক-শাবানা জুটির দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘অমর প্রেম’। ছবিটি পরিচালনা করেছেন আজিজুর রহমান। ছবির জনপ্রিয় এই গানে কণ্ঠ দিয়েছেন ফেরদৌসি রহমান ও খন্দকার ফারুক আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App