×

খেলা

ফুটবলারকে সতর্ক করলেন স্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০১৮, ০৫:০৫ পিএম

ফুটবলারকে সতর্ক করলেন স্ত্রী
শুধু সতর্ক বললে ভুল হবে ইংলিশ ফুটবল তারকা জার্মাইন পেনাটকে শেষবারের মতো শোধরানোর সুযোগ দিয়েছেন তার স্ত্রী অ্যালিস গুডিন। হঠাৎ এমন সতর্কের কথা শুনলে হয়তো যে কেউই চমকে উঠবেন। তবে একটুও অবাক হননি ইংলিশ তারকা। কেননা চোর তো তার অপকর্মের কথা জানেনই! গত শনিবার ইংল্যান্ডের জনপ্রিয় টিভি শো সেলিব্রেটি বিগ ব্রাদার্স অনুষ্ঠান দেখতে যান পেনাট-অ্যালিস। দীর্ঘক্ষণ এক সঙ্গে অনুষ্ঠান উপভোগ করার পর হঠাৎ কোথায় যেন চলে যান সাবেক আর্সেনাল তারকা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আশপাশের রুমে স্বামীর খোঁজ করতে লাগেন অ্যালিস গুডিন। হঠাৎ স্বামীকে অন্যের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেন ৩২ বছর বয়সী ইংলিশ রমণীর সঙ্গে। তাও সাধারণ কোনো মেয়ের সঙ্গে নয়। ইংলিশ ফুটবলার তখন অবস্থান করছিলেন দেশের জনপ্রিয় পর্ন তারকা স্টোর্নি ড্যানিয়েলসের সঙ্গে। এই পর্ন তারকাকে চেনে না এমন খুব কম মানুষই ইংল্যান্ডে পাওয়া যাবে। তবে শুধু ইংল্যান্ড নয়, ইন্টারনেট ব্যবহারকারী বিশে^র অধিকাংশ মানুষই তাকে চেনেন। এ ঘটনার পর রেগে ফেটে পড়েন অ্যালিস। অনুষ্ঠান আর উপভোগ না করে স্বামীকে টেনে হেঁচড়ে সেখান থেকে নিয়ে বাসায় ফিরেন। আর বাসায় ফিরে ৩৫ বছর বয়সী এই ফুটবলারকে কড়া ভাষায় সতর্ক করে দেন। অ্যালিস চান না তার স্বামী অন্য কোনো মেয়ের সঙ্গে বিছানায় সময় কাটাক। শুধু অ্যালিসই নয়, পৃথিবীর কোনো মেয়েই এমনটা চাইবেন না। আর সে যদি পর্ন তারকা হয়, তাহলে তো একবারেই না। জার্মাইন পেনাটের আগেও বিভিন্ন বান্ধবীর সঙ্গে অন্যের বিছানায় গিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে তখন এতটা রাগেননি তার স্ত্রী। এক সংবাদ সম্মেলনে অ্যালিস গুডিন বলেন, আমি তাকে কতটা ভালোবাসি সেটা সে জানে। আর আমি চাই না সে আমার সঙ্গে প্রতারণা করুক। শিগগিরই ব্যবহারের পরিবর্তন ঘটবে বলে আশা করছি। উল্লেখ্য, জার্মাইন পেনাট আর্সেনাল, লিভারপুল এবং স্টোক সিটিসহ বেশ কয়েকটি জনপ্রিয় ইংলিশ ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন। এ ছাড়া ভারতীয় ক্লাব পুনে সিটির হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করার সুযোগও পেয়েছিলেন। ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত খেলেছেন মোট ২৪টি ম্যাচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App