×

বিনোদন

‘হরগজ’ মঞ্চায়নে শেষ হলো সেলিম আল দীন জন্মোৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৮, ১১:৩৪ এএম

‘হরগজ’ মঞ্চায়নে শেষ হলো সেলিম আল দীন জন্মোৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে স্বপ্নদল প্রযোজিত ‘হরগজ’ মঞ্চায়নের মাধ্যমে গতকাল শনিবার সফল সমাপন হলো দুদিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব-২০১৮’। ১৯৮৯ সালে মানিকগঞ্জ জেলার হরগজ এলাকায় সংঘটিত প্রলয়ঙ্করী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে কালজয়ী এ নাটকটি রচনা করেন সেলিম আল দীন। টর্নেডো পরবর্তী সর্বপ্রথম উদ্ধারপর্বে একটি ত্রাণের দলের দেখা প্রকৃতি ও প্রাণিজগতের নানা স্তরে ছিঁড়েখুঁড়ে ফেলার অভ‚তপূর্ব চিহ্ন এ নাটকের উপজীব্য। এতে প্রায় আণবিক বিস্ফোরণকল্প ঝড়ের অভিজ্ঞতায় তাদের ভ্রমণ শেষাবধি যেন হয়ে ওঠে আকৃতির জগৎ থেকে নিরাকৃত বিশ্বে অভিপ্রয়াণ। আর পাশাপাশি হরগজ পরিণত হয় বিশ্বভাঙা মানবভুবনের রূপক-রূপে! ‘হরগজ’ প্রযোজনার গ্রন্থিকরা হলেন সোনালী রহমান জুলি, রবিন দত্ত, মিটুল চৌধুরী, শাখাওয়াত শ্যামল, আমজাদ শরীফ, সুকন্যা আমীর, আবু নাসের ইমন, হাসান রেজাউল, আব্দুস সামাদ ভূঞা, শিশির সিকদার, এনামুল হক শাহীন, সাহানুর রজমান, ফারজানা রহমান মিতা, মেহেরুন্নেসা ঋতু, মোস্তাফিজুর রহমান, মো. শাহীন শাওন, আল-আমিন, মনির হোসেন, আমজাদ শরীফ, রওনক লাবণী, চঞ্চল গাইন, জাহিদ রিপন প্রমুখ। আলোক-পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, মঞ্চ-পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন ও আল-আমিন এবং প্রযোজনা-ব্যবস্থাপনায় ছিলেন শিশির সিকদার। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। প্রসঙ্গত, উৎসবে স্বপ্নদলের ‘হরগজ’ ছাড়াও ছিল যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-র মঞ্চায়ন, সেলিম আল দীনের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা, স্মরণ-শোভাযাত্রা, সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, নাট্যাচার্র্যের প্রতিকৃতি ও নাট্যসংলাপ সহকারে শিল্পকলার চত্বর সজ্জা প্রভৃতি। নাট্যাচার্যকে নিয়ে স্বপ্নদলের নিয়মিত উৎসবের ১৮তম আসরের স্লোছিল ‘সেলিম আল দীন সতত অনিবার্য রয়, বাঙলা নাট্যের শিল্পসুধা বিশ্ব করবে জয়’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App