×

জাতীয়

বাউফলে জমে উঠেছে কোরবানীর হাট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৮, ০৩:৪৭ পিএম

বাউফলে জমে উঠেছে কোরবানীর হাট
কোরবানীর ঈদকে সামনে রেখে দুর্যোগপূর্ন আবহাওয়া উপেক্ষা করে শেষ সময়ে ক্রেতা-বিক্রেতাদের পদচারনায় মূখরিত হয়ে উঠেছে বাউফলের কালাইয়া বন্দরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বৃহত্তম গরু-মহিষের হাট। হাজার হাজার গরু ও মহিষ নিয়ে বিক্রেতারা এই হাটে উপস্থিত হয়েছেন। হাটটি দেশী গরুর জন্য বিখ্যাত বলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশী গরু-মহিষ ক্রয়ে আগ্রহী ক্রেতারা এখানে ভির করছেন। সরেজমিন দেখ গেছে, হাটটিতে বিক্রি করতে আনা শতকরা ৮০ ভাগ গরু মহিষই দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন চরাঞ্চলে প্রাকৃতিকভাবে লালন-পালন করা। অত্র অঞ্চলে গরু-মহিষ মোটাতাজা করনের উল্লেখযোগ্য কোন খামার নেই। ফলে দেশীয় গরু-মহিষ ক্রয় করেত আগ্রহী ক্রেতারা এখানে বেশি ভির করে থাকেন। ভারতীয় বা দেশের উত্তরাঞ্চলের গরু-মহিষ তেমন চোখে পরছে না। দুর্যোগপূর্ণ আবাহওয়া উপেক্ষা করে শেষ সময়ে পশু ক্রয় করতে হাজার হাজার ক্রেতারা হাজির হয়েছেন। ঢাকায় চাকুরি করা উপজেলার নাজিরপুরের বাসিন্দা নিজাম উদ্দিন জানান, বেশি দিন আগে পশু কিনে রাখতে জায়গার সমস্যা হয়। একারণে দুই-চার দিন আগে গরু কিনতে এসেছি। পার্শবর্তী দশমিনা উপজেলার বহরমপুর ইউপির এক সদস্য বলেন, এখানে দেশী গরু সহজলভ্য। তাই প্রতিবছরই কোরবানীর দুই তিন দিন আগে এই বাজার থেকে গরু কিনি। তবে গরু মহিষের দাম উর্ধমূখী বলে অনেক ক্রেতারা জানিয়েছেন। নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষীপুর, কুমিল্লা, চাঁদপুর এবং ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা একাধিক ব্যাপারিরা জানান, কালাইয়া হাটের দেশী গরু-মহিষের সুনাম দেশজোরা। ক্রেতাদের চাহিদার দিকে খেয়াল রেখেইে এখান থেকে গরু-মহিষ কিনে দেশের বিভিন্ন হাটবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা কালাইয়া হাটে আসেন। এদের সার্বিক নিরাপত্তা এবং জাল টাকা প্রতিরোধে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। একই সাথে নদীতে নৌ পুলিশ সর্বদা টহল দিচ্ছে। বাউফল প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, হাটটিতে যাতে কোন রুগ্ন গরু-মহিষ বিক্রি না হয় সেদিকে লক্ষ্য রাখতে তাদের একটি টীম কাজ করছে। কালাইয়া হাটের ইজারাদার ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম. ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা জানান, কোরবানীর হাট উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের খাজনা প্রদানে বিশেষ ছাড় দেয়া হচ্ছে। এছাড়া হাটের সার্বিক নিরাপত্তা বিধানে ৫০ জনের একটি স্বেচ্ছাসেবী দল কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App