×

জাতীয়

পশুর হাট জমজমাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৮, ১২:২৩ পিএম

পশুর হাট জমজমাট
ঈদুল আজহার আর মাত্র বাকি ৩ দিন। এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে ঢাকার পশুর হাটগুলো। এবার ঈদে দুই সিটি মিলে ২৫টি হাট বসিয়েছে। ঢাকা দক্ষিণে ১৫টি ও উত্তরে ১০টি হাট। প্রতিটি হাটই জমে উঠতে শুরু করেছে। বলা যায়, কোরবানির পশুতে ভরাট এখন হাটগুলো। বেশির ভাগই দেশি গরু। তবে ব্যবসায়ীরা আতঙ্কিত ভারতীয় গরু নিয়ে। তারা বলছেন, বিদেশি (ভারতীয়) গরুর আমদানি কম হলে এই কদিনে দেশি গরুর ভালো দাম পাওয়া যাবে। লাভেরও মুখ দেখতে পাবেন তারা। এদিকে গত সপ্তাহের মাঝামাঝি দেশের বিভিন্ন প্রান্ত গরু আসা শুরু হলেও শুক্র ও শনিবার পর্যাপ্ত গরু এসেছে। ট্রাক, পিকআপ, লঞ্চ এবং নৌকায় করে ঢাকায় গরু আনা হচ্ছে। শুধু শুক্রবার সারা দিনে গরুভর্তি সাড়ে ৬ হাজার ট্রাক ঢাকায় এসেছে। সরকারি ছুটির দিন থাকায় শুক্র ও শনিবার হাটগুলোতে দেখা গেছে উৎসুক মানুষের ভিড়। ক্রেতারা হাটে আসছেন, পছন্দের গরু দেখছেন। দরদাম যাছাই করছেন। তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের মতে, গরুর দাম টার্গেটের চেয়ে কিছুটা বেশি। আবার কেউ বলছেন স্বাভাবিক। অন্যদিকে দাম পছন্দ না হওয়ায় বিক্রেতাদের অনেকেই এখনই গরু বিক্রি করছেন না। এদিকে রাখার জায়গা অপ্রতুল হওয়ায় এখনো গরু কেনাবেচা তেমন একটা জমে উঠেনি। তবে দামের সঙ্গে সামাঞ্জস্য ও যাদের গরু রাখার জায়গা আছে, তারা গরু কিনে নিয়ে যাচ্ছেন। শাহজাহানপুর হাটে গত বুধবার থেকেই বিক্রি শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলেও অনেক গরু বিক্রি হয়েছে। কোরবানির পশুর কয়েকটি হাট ঘুরে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা পশুগুলোকে শামিয়ানা টাঙিয়ে বেশ যতেœর সঙ্গে রেখেছেন পাইকাররা। ইজারাদারের পক্ষ থেকে পাইকারদের জন্য নানা ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো। রয়েছে সিটি করপোরেশনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত। ঝিগাতলা হাজারীবাগ মাঠসংলগ্ন খালি জায়গার হাটে গতকাল পর্যন্ত প্রচুর পরিমাণে গরু উঠেছে। দেশি গরুর সংখ্যা অনেক বেশি। কুষ্টিয়া থেকে ১৫টি মাঝারি সাইজের দেশি গরু এনেছেন রবিউল ইসলাম। ভোরের কাগজকে তিনি জানান, প্রতি বছরের মতো এবারো ঝিগাতলার হাটে বিক্রির জন্য গরু এনেছি। ক্রেতারা আসছেন, দরদাম করছেন। তবে দাম পছন্দ না হওয়ায় এখনই বিক্রি করছি না। আগামীকাল (আজ) থেকে হাট পুরোদমে জমে উঠবে। তখন দ্রæত বিক্রি করতে পারব। এ হাটটিতে পশু কিনতে এসেছেন ধানমন্ডি শংকর এলাকার বাসিন্দা ইলিয়াস রহমান। গরু না কিনলেও দরদাম করে এ প্রতিবেদককে তিনি জানান, এবার গরু কেনার জন্য যে বাজেট রেখেছি, হাটে এসে তার চেয়ে দাম কিছুটা বেশিই মনে হচ্ছে। রাজধানীর মেরাদিয়া হাটটি গতকাল বিকেলের মধ্যে কোরবানির পশুতে কানায় কানায় পূর্ণ হয়েছে। হাটের ইজারাদার শাহ আলম গতকাল জানান, আশা করছি আগামীকাল (আজ) থেকে বিক্রি শুরু হবে, চলবে চাঁদ রাত পর্যন্ত। আবহাওয়া ঠিক থাকলে সব গরুই বিক্রি হবে বলেও জানান তিনি। মোহাম্মদপুরের রায়েরবাগ সংলগ্ন পুলিশ লাইন্সের হাটে প্রচুর গরু উঠেছে। স্থানীয় বাসিন্দা আবদুর রাজ্জাক জানান, হাটের মূল জায়গাসহ আশপাশের পুরো এলাকার খালি জায়গায় গরু রেখেছেন পাইকাররা। এমনকি আমার বাসার সামনের গলির সামনেও গরু রাখার ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে আশপাশের লোকজনকে গরু কিনে নিয়েও যেতে দেখছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App