×

আন্তর্জাতিক

৯ দিনে মৃতের সংখ্যা বেড়ে ৩২৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ১১:৪১ এএম

৯ দিনে মৃতের সংখ্যা বেড়ে ৩২৪
শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় গত ৯ দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৪ জনে। ঘরবাড়ি হারিয়ে ত্রাণকেন্দ্রে আশ্রয় নিয়েছেন দুই লাখের বেশি মানুষ। শুক্রবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখতে কেরালা রাজ্যে যান। রাজ্যের মূখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়ান বলেন, যুদ্ধক্ষেত্রের মতো উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এ বিষয়ে তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। রাজ্যের মূখ্যমন্ত্রীর অফিসের টুইটের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, কেরালা ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। ৮০টি বাঁধ ভেঙে গেছে। ৩২৪ জনের মৃত্যু হয়েছে এবং ২ লাখ ২৩ হাজার ১৩৯ জনের মতো মানুষ দেড় হাজারেরও বেশি ত্রাণকেন্দ্রে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত ৪২ নৌবাহিনী, ১৬ সেনাবাহিনী, ২৮ কোস্টগার্ড এবং ৩৯ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স (এনডিআরএফ) টিম উদ্ধার কাজে যোগ দিয়েছে। আরও ১৪ এনডিআরএফ টিম শিগগির উদ্ধার কাজ শুরু করবে। ২০০টিরও বেশি সামরিক বোট উদ্ধার কাজ করছে। এছাড়া আরও চারটি এয়ারক্র্যাফ্ট ও তিনটি কোস্টগার্ডের জাহাজ উদ্ধার কাজে আনা হয়েছে। রাজ্যের মূখ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, প্রতিরক্ষামন্ত্রীকে আমি আরও হেলিকপ্টার দেওয়ার অনুরোধ করেছি। তিনি বলেন, কিছু এলাকায় হেলিকপ্টারেই উদ্ধার সম্ভব। হাজার হাজার মানুষ এখনো পানিবন্দি হয়ে রয়েছেন। সবচেয়ে খারাপ পরিস্থিতির এলাকাগুলোতে আরও ১১টি হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App