×

তথ্যপ্রযুক্তি

স্যামসাং আনছে ৫ ক্যামেরার স্মার্টফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ০২:৫৯ পিএম

স্যামসাং আনছে ৫ ক্যামেরার স্মার্টফোন
আগামী বছর এক ফোনে ৫ ক্যামেরা নিয়ে আসবে স্যামসাং! এখনো পর্যন্ত সর্বোচ্চ ৪ ক্যামেরার ফোন বাজারে পাওয়া যাচ্ছে ।দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং আগামী বছর গ্যালাক্সি সিরিজের ফোন বাজারে আনার দশম বর্ষপূর্তী পালন করবে স্যামসাং। ঐদিন এস টেন প্লাস নামের একটি ফোনে ৫টি ক্যামেরা নিয়ে হাজির হবে স্যামসাং। গ্যালাক্সি এস টেন প্লাস নামের ফোনটিতে পাঁচটি ক্যামেরা থাকবে। এতে ব্যবহার করা হচ্ছে টেলি ও ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। গ্যালাক্সি এস টেন প্লাস স্মার্টফোনটিতে থাকবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেমে এবং ৬.৪৪ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। পাঁচটি ক্যামেরার মধ্যে তিনটি থাকবে রিয়ার এবং দুইটি রয়েছে ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরায় থাকবে ১৬ মেগাপিক্সেলের একটি রেগুলার স্ন্যাপার, টেলিফটো সেন্সর সম্বলিত ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ব্যাটারি ৩ হাজার ৭০০ হাজার মিলি-অ্যাম্পিয়ার। ধারনা করা হচ্ছে আগামী বছরে ব্যাপক জনপ্রিয়তা পাবে ৫ ক্যামেরা বিশিষ্ট গ্যালাক্সি এস টেন প্লাস স্মার্টফোনটি!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App