×

খেলা

রোনালদোর অভিষেক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ০১:১৭ পিএম

রোনালদোর অভিষেক
অবশেষে রোনালদো ভক্তদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আজ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ ইতালিয়ন সিরি আর নতুন মৌসুমের খেলা। যেখানে প্রথম ম্যাচেই মাঠে নামবে জায়ান্ট জুভেন্টাস। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ চিয়েভো। জুভেন্টাস ও চিয়েভোর মধ্যকার ম্যাচটি শুরু হবে আজ রাত ১০টায়। এ ম্যাচ দিয়েই জুভেন্টাসের জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হবে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। এ ছাড়া আজ রাতে ইতালিয়ান সিরি আর আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে একটি ম্যাচে বর্তমান রানার আপ নাপোলির প্রতিপক্ষ ল্যাজিও এবং অপর ম্যাচে রোমার বিপক্ষে খেলবে টরিনো। এটি ইতালিয়ান সিরি আর ১১৭তম আসর। বরাবরের মতো এবারের আসরেও ২০টি দল অংশ নিচ্ছে। ইতালির ঘরোয়া পর্যায়ের সবচেয়ে জনপ্রিয় এই লিগটির সর্বশেষ আসরের শিরোপা জিতেছে জুভেন্টাস। কয়েক সপ্তাহ আগে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্কের ইতি টেনে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে নাম লিখিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর থেকেই নতুন ক্লাবের হয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার পারফরমেন্স দেখার জন্য অপেক্ষার পালা শুরু হয় ফুটবলপ্রেমীদের। এর মধ্যে অবশ্য জুভেন্টাসের হয়ে একটি ম্যাচ খেলেছেন তিনি। ১টি গোলও পেয়েছেন ওই ম্যাচে। তবে এটি গুরুত্বপূর্ণ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল না। কেননা নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে জুভেন্টাসের ‘বি’ দলের বিপক্ষে ওই ম্যাচটি খেলেছেন রোনালদো-দিবালারা। এ ছাড়া মৌসুমের শুরুতে অনুষ্ঠিত হওয়া ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপেও জুভেন্টাসের হয়ে খেলেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। সে হিসেবে বলা যায়, চিয়েভোর বিপক্ষে ম্যাচ দিয়েই নতুন ক্লাব জুভেন্টাসের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার। তবে দুঃখের বিষয় হলো, রোনালদোর এমন একটি রোমাঞ্চকর দিনে ইতালিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গত ১৪ আগস্ট একটি মোটরওয়ে সেতু ধসে যাওয়ার ঘটনায় অন্তত ২৪ জন মানুষের প্রাণহানি ঘটেছে ইতালিতে। এই দুর্ঘটনায় হতাহতদের স্মরণে আজ ১৮ আগস্ট শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে। যে কারণে জুভেন্টাস ও চিয়েভোর মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি উভয় দলের ফুটবলাররা খেলতে নামবেন কালো আর্মব্যান্ড পড়ে। উল্লেখ্য, এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৪ বার ইতালিয়ান সিরি আর শিরোপা জিতছে জুভেন্টাস। আসরটির বর্তমান চ্যাম্পিয়নও তারা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই এবারের মৌসুমে খেলতে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান ক্লাবটি। রোনালদোর কারণে নিশ্চয় এবার ফুটবলপ্রেমীদের বিশেষ নজর থাকবে ইতালিয়ান সিরি আর দিকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App