×

তথ্যপ্রযুক্তি

রুশ কোম্পানি আনছে গ্যালাক্সি নোট ৯ এর গোল্ড এডিশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ০২:৫৪ পিএম

রুশ কোম্পানি আনছে গ্যালাক্সি নোট ৯ এর গোল্ড এডিশন
গ্যালাক্সি নোট ৯ এর গোল্ড এডিশন আনছে রুশ কোম্পানি ক্যাভিয়ার।আগেই জানা গেছে, ফোনটি মেটালিক কপার, ল্যাভেন্ডার পার্পেল, ওশান ব্লু ও মিডনাইট ব্ল্যাক রঙে পাওয়া যাবে। এবার জানা গেলো, গোল্ড এডিশনের কথা। এই ফোনের পেছনের কভারটি তৈরি করা হবে এক কেজি স্বর্ণ দিয়ে।এছাড়া, অন্যান্য সংস্করেণের ফোনের সঙ্গে গোল্ড এডিশনের কোনো পার্থক্য থাকছে না।জানা গেছে, ১২৮ জিবি স্টোরেজ সম্বলিত ফোনটির দাম হবে প্রায় ৪৯ লাখ ১২ হাজার ৬০০ টাকা আর ২৫৬ জিবি স্টোরেজ সম্বলিত ফোনটির দাম হবে প্রায় ৪৯ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা।এর আগে গ্যালাক্সি এস৯ প্লাসের সানরাইজ গোল্ড এডিশন বের করেছিলো স্যামসাং। ৬ দশমিক ৪ ইঞ্চির গ্যালাক্সির নোট ৯ এ ব্যবহৃত হয়েছে সুপার অ্যামোলেড এইচডি প্লাস ডিসপ্লে যার অ্যাস্পেক্ট রেশিও ১৮.৫ : ৯। এর রেজুলেশন ১৪৪০*২৯৬০ পিক্সেল। ভাঙন প্রতিরোধের জন্য এতে আছে কর্নিং গরিলা গ্লাস ৫। স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৯ ফোনটির প্রধান আকর্ষণ হলো এর এস পেন। সেলফি বা রিয়ার ক্যামেরাও চালু করা যাবে এস পেনের মাধ্যমে। ছবি তোলার জন্য ফোনটির দুই দিকেই আছে ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৪ হাজার এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে রয়েছে দ্রুত গতির ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা।গ্যালাক্সি নোট ৯ এ অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App