×

পুরনো খবর

মজাদার মাংসের কালিয়া রেসিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ০২:৩৭ পিএম

মজাদার মাংসের কালিয়া রেসিপি
ঈদের বাহারি আয়োজনে আমরা সকলেই চেষ্টা করি মজাদার ও সুস্বাদু কিছু রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে। তাই প্রশংসার ফুলঝুড়িটা আপন করে নিতে, আপনাদের জন্য আজ থাকছে মাংসের একটি মজাদার রেসিপি, সুস্বাদু মাংসের কালিয়া রেসিপি। রাঁধুনী মাংসের মশলা দিয়ে খুব সহজেই তৈরী করে ফেলুন সুস্বাদু মাংসের কালিয়া।
প্রয়োজনীয় উপকরণঃ  রাঁধুনী মাংসের মশলা – ১ প্যাকেট গরুর মাংস – ২ কেজি লবণ – পরিমাণমতো টকদই – আধা কাপ আদা বাটা – ২ টেবিল চা চামচ রসুন বাটা – ১ টেবিল চা চামচ শাহি জিরা বাটা – ১ চা চামচ কালো গোলমরিচ গুড়া – সামান্য টমেটো সস্ – ৪ টেবিল চামচ শুকনা মরিচ টালা গুড়া – ১ চা চামচ পেঁয়াজ কুঁচি – ১ কাপ বেরেস্তা – পরিমাণমতো কাঁচা মরিচ – পরিমাণমতো রন্ধনপ্রণালীঃ গরুর মাংস একটি বাটিতে নিয়ে ৬ চামচ রাঁধুনী মাংসের মশলা, লবণ, টক দই, আদা বাটা, রসুন বাটা, শাহি জিরা বাটা, কালো গোলমরিচ গুড়া, টমেটো সস্, শুকনা মরিচ টালা গুড়া দিয়ে ভালমতো মাখিয়ে ২ ঘণ্টা রেখে দিন। পেঁয়াজ কুঁচি ১ কাপ একটি কড়াইতে ঢেলে তেল সহ গরম করুন। মশলা মাখানো মাংস দিয়ে মাঝারি আঁচে দুই-তিনবার কষিয়ে ৬ কাপ বা পরিমাণমতো গরম পানি দিয়ে রান্না করুন। তেল উপরে উঠে আসলে বেরেস্তা, বাকি রাঁধুনী মাংসের মশলা ও কাঁচা মরিচ ঢেলে নাড়ুন। এরপর কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে ফেলুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App