×

খেলা

ভারতের বিপক্ষে প্রথমার্ধে সমতা মেয়েদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ০৮:১৩ পিএম

ভারতের বিপক্ষে প্রথমার্ধে সমতা মেয়েদের

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে বাংলাদেশের মেয়েদের সামনে দারুণ এক ইতিহাস অপেক্ষা করছে। টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব–১৫ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাদের সামনে। তহুরা-আঁখিদের জন্য মঞ্চও প্রস্তুত। তবে আগের তিন ম্যাচে দুর্দান্ত খেলা বাংলাদেশ প্রথমার্ধে ভারতের বিপক্ষে কোন গোল পায় নি। গোল শূন্য সমতায় শেষ হয়েছে প্রথমার্ধ।

এর আগে মাত্র আট মাস আগে সাফের শিরোপা জেতে মেয়েরা। প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব-১‌৫ চ্যাম্পিয়নশিপ ওঠে মেয়েদের হাতে। বাংলাদেশ মেয়েদের সামনে এবার পরপর দুই আসরেই শিরোপা জয়ের সুযোগ।

এর আগের তিন ম্যাচে বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষের জালে ২২ গোল দিয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তানের জালে ১৪ গোল দেওয়ার পর নেপালের বিপক্ষে জেতে ৩-০ গোলে। এরপর সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে হারায় ৫-০ ব্যবধানে। বিপরীতে কোন গোল খাইনি মেয়েরা।

তবে ছোটনের দলকে ভারতের সামনে বেশ পরীক্ষা দিতে হচ্ছে। প্রথমার্ধে কোন গোল না পাওয়া তার প্রমাণ। সাফে অবশ্য ভারতও বেশ শক্তিশালী দল। দুই আসরেই তারা ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করেছে। তবে প্রথমার্ধে তাদের গোলমুখে ৬টি আক্রমণ করেও গোল না পাওয়ায় আফসোস করতে পারে তহুরা-শামসুন্নাহাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App