×

জাতীয়

বাউফলে নষ্ট হচ্ছে বিনামূল্যে বিতরনের বিপুল পরিমাণ বই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ০৪:৪০ পিএম

বাউফলে নষ্ট হচ্ছে বিনামূল্যে বিতরনের বিপুল পরিমাণ বই
বাউফলে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য দেয়া বিনামল্যের বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা অডিটরিয়োমে অযত্ন -অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। বইগুলোর পাতা এখন টিস্যু পেপার হিসেবে ব্যবহার হচ্ছে। বিপুল পরিমাণ ওই বইগুলো বিতরণের পর উদ্বৃত্ত রয়েছে বলে জানা গেছে।  বইগুলো সংরক্ষণের কোন উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা গেছে, মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামের মুল মঞ্চের পেছনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিপুল পরিমাণ পাঠ্যবই। অনেক বই উঁই পোকায় ধরেছে। এছাড়া দীর্ঘদিন ধরে স্যাঁতসেঁতে মেঝেতে বইগুলো পড়ে থাকায় অনেক বই নষ্ট হয়ে গেছে। অডিটোরিয়ামটিতে মাঝে মধ্যে সরকারি, বেসরকারি ও রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় বইগুলোর পাতা ছিড়ে অনেকেই টিস্যু পেপার হিসেবে ব্যবহার করেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন, বইগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার। তিনি বইগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় এখন সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এতে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বইগুলো সাময়িক সময়ের জন্য মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামের মঞ্চের উপর রেখেছিলাম। বিভিন্ন সময়ে অনুষ্ঠান হওয়ায় বইগুলোকে মঞ্চের পেছনে রাখা হয়েছিল। অনুষ্ঠানে আসা লোকদের কারণেই বইগুলোর এমন দশা করেছে। শিঘ্রই বইগুলো সংরক্ষণের ব্যাবস্থা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App