×

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ১২:৩৮ পিএম

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান
পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। শনিবার সকালে স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির প্রেসিডেন্ট ভবনে শপথবাক্য পাঠ করেন ইমরান খান। প্রেসিডেন্ট মামনুন হোসাইন তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর ইমরান খান স্ত্রী বুশরা ইমরানকে সঙ্গে নিয়ে বিভিন্ন অতিথির অভ্যর্থনা গ্রহণ করেন। সকালে ৯টার দিকে বানিগালায় নিজের বাসভবন থেকে ইসলামাবাদে প্রেসিডেন্ট ভবন আইয়ান-ই-সদরে পৌঁছান ইমরান খান। সকাল ১০টায় শপথ অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত বাজানোর মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এরপর কোরআন তেলাওয়াত হয়। প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) শাহবাজ শরিফকে পরাজিত করে শুক্রবার নির্বাচিত হন ইমরান খান। ভোটে ইমরান পেয়েছেন ১৭৬ ভোট। সংসদে বিরোধী দল পিএমএল-এনের বর্তমান প্রধান শাহবাজ শরিফ পেয়েছেন ৯৬ ভোট। তবে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটদানে বিরত ছিল নির্বাচনে তৃতীয় বৃহত্তম দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাসিরুল মুল্ক, স্পিকার আসাদ কায়সার, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, বিমানবাহিনী প্রধান মার্শাল মুজাহিদ আনোয়ার খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসি ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App