×

বিনোদন

জন্মবার্ষিকীতে নানা আয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ১২:২৭ পিএম

জন্মবার্ষিকীতে নানা আয়োজন
নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৯তম জন্মবার্ষিকী আজ ১৮ আগস্ট। নানা আয়োজনে এবার উদযাপন করা হচ্ছে এই বরেণ্য নাট্যকারের জন্মবার্ষিকী। ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত¡ বিভাগ, স্বপ্নদল পৃথক আয়োজন সাজিয়েছে সেলিম আল দীনকে ঘিরে। এবার দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। এই আয়োজনের স্লোগান ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’। আয়োজনের প্রথম পর্ব শুরু হয়েছে শুক্রবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায়। এদিন রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সেলিম আল দীন স্মারক বক্তৃতা ১৪২৫-এর মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়। ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যে গীতের প্রাসঙ্গিকতা’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের চেয়ারম্যান ইউসুফ হাসান অর্ক। এরপর সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে পরিবেশিত হয় সেলিম আল দীনের নাটক ‘ধাবমান’। ঢাকা থিয়েটারের প্রযোজনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন শিমুল ইউসুফ। অনুষ্ঠানের দ্বিতীয় দিন, ১৮ আগস্ট (শনিবার) সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটারসহ অন্যান্য সংগঠন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত¡ বিভাগ সেলিম আল দীনকে নিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করেছে। অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার (১৬ আগস্ট) মঞ্চায়ন হয় সেলিম আল দীনের নাটক ‘গ্রন্থিকগণ কহে’। নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের প্রযোজনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন শাহান মুহাম্মদ তামজীদ আশরাফ (রমিত)। পর দিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়িত হয় সেলিম আল দীনের লেখা নাটক যৈবতী কন্যার মন অবলম্বনে ‘পরী’। নির্দেশনা দিয়েছেন মো. আবু রায়হান। নাট্যাচার্যের জন্মদিনে অর্থাৎ ১৮ আগস্ট দিনজুড়ে থাকছে বর্ণিল আয়োজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম এদিনের আয়োজন উদ্বোধন করবেন। সকাল সাড়ে ৮টায় নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করবে নাটকের গান। এরপর সকাল সাড়ে ৯টায় পুরনো কলাভবন থেকে সেলিম আল দীনের সমাধি পর্যন্ত শোভাযাত্রার পাশাপাশি সকাল সাড়ে ১০টায় নাট্যাচার্যের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। নানা আয়োজনের মধ্যে থাকছে ‘গেøাবাল ভিলেজে সেলিম আল দীন’ শিরোনামে সেমিনার। সেখানে আলোচক হিসেবে থাকবেন নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ এবং অধ্যাপক রশীদ হারুন। দুপুর সাড়ে ১২টায় ইত্তেশামুল হুদার নির্দেশনায় পরিবেশিত হবে সেলিম আল দীনের নাটক ‘ধাবমান’। সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়িত হবে সেলিম আল দীনের নাটক ‘কিত্তনখোলা’। নাটকটির নির্দেশনা দিয়েছেন আহসান হাবীব। নাটকগুলো মঞ্চস্থ হবে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে (থিয়েটার ল্যাব ৩)। অন্যদিকে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে নাট্য সংগঠন স্বপ্নদল। সেলিম আল দীনকে নিয়ে স্বপ্নদলের আয়োজনে ১৮তম আসর এবার অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজনের স্লোগান ‘সেলিম আল দীন সতত অনিবার্য রয়, বাঙলা নাট্যের শিল্পসুধা বিশ্ব করবে জয়।’ শুক্রবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এই আয়োজনের উদ্বোধন করেন মঞ্চসারথি আতাউর রহমান। এদিন সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হয় বাদল সরকারের মূল রচনা অবলম্বনে জাহিদ রিপনের রূপান্তর ও নির্দেশনায় নাটক ‘ত্রিংশ শতাব্দী’। উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে জাহিদ রিপনের নির্দেশনায় নাটক ‘হরগজ’। উল্লেখ্য, নাট্যকার সেলিম আল দীনের জন্ম ১৯৪৯ সালের ১৮ আগস্ট। তাঁর জন্মস্থান ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App