×

জাতীয়

‘কেঁদে ফেরে শূন্য পাদুকা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ১২:১৩ পিএম

‘কেঁদে ফেরে শূন্য পাদুকা’
সড়ক দুর্ঘটনায় একের পর এক ঝরে পড়ছে অগণিত প্রাণ। মৃত্যু ঘটছে একেকটা স্বপ্নের। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ দুর্ঘটনার নামে এই হত্যাকান্ড চলে আসলেও এর প্রতিকারে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সচেতন করা যায়নি সাধারণ মানুষকেও। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এবং মনুষ্য বিবেক জাগ্রত করতে গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে উদীচী আয়োজন করে ‘কেঁদে ফেরে শূন্য পাদুকা’ শিরোনামে সড়ক দুর্ঘটনায় নিহতদের জুতো প্রদর্শনী। এই জুতোগুলো এক সময়ে অফিসে গেছে, স্কুলে গেছে, মাঠে গেছে। এই প্রদর্শনীর মধ্য দিয়ে উদীচী প্রশ্ন করতে চায়, এই জুতাগুলো এখন কোথায় যাবে? বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার ৪৬ জন মানুষের স্মৃতি সংবলিত এসব জুতা প্রদর্শনের পাশাপাশি ছিল তাদের ছবি ও দুর্ঘটনায় মৃত্যুর করুণ কাহিনির বিবরণ। এর মধ্যে ছিল সিনেমাটোগ্রাফার ও সাংবাদিক মিশুক মুনীরের জুতোও। প্রদর্শনীতে উপস্থিত সাধারণ মানুষ অবিলম্বে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর দাবি জানান। নানা আয়োজনে সেলিম আল দীনের জন্মবার্ষিকী পালন : শেকড়সন্ধানী এ নাট্যকার সেলিম আল দীনের ৬৯তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে শুরু হয়েছে তাকে নিবেদন করে নানা আয়োজন। নাট্যদল ঢাকা থিয়েটার ও স্বপ্নদল সেলিম আল দীনকে নিয়ে আয়োজনগুলো সাজিয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সেলিম আল দীন স্মারক বক্তৃতার মাধ্যমে ঢাকা থিয়েটারের অনুষ্ঠানের শুরু হয়। ‘বাংলাদেশে ঐতিহ্যবাহী নাট্যে গীতির প্রাসঙ্গিকতা’ শীর্ষক বক্তৃতায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউসুফ হাসান অর্ক। ঢাকা থিয়েটারের দলপ্রধান নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অভিনয়শিল্পী শিমুল ইউসুফ, গ্রæপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ, নাট্যকার সাধনা আহমেদসহ বিভিন্ন নাট্য সংগঠনের শিল্পীরা। স্মারক বক্তৃতা শেষে সন্ধ্যায় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় সেলিম আল দীন রচিত ঢাকা থিয়েটারের নাটক ‘ধাবমান’। প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন শিমুল ইউসুফ। আজ সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে ঢাকা থিয়েটার। এদিকে ‘সেলিম আল দীন সতত অনিবার্য রয়, বাঙলা নাট্যের শিল্পসুধা বিশ্ব করবে জয়’ প্রতিপাদ্যে শুক্রবার সন্ধ্যায় নাট্যদল স্বপদল আয়োজিত নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসবের শুরু হয়েছে। শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাট্যাচার্য সেলিম আল দীনের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনাসহ উৎসবের উদ্বোধন করেন নাট্যজন মঞ্চসারথি আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মো. রফিকুজ্জামান এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ। স্বাগত বক্তব্য দেন স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মঞ্চস্থ হয় বাদল সরকারের রচনা অবলম্বনে জাহিদ রিপনের রূপান্তর ও নির্দেশনায় স্বপ্নদলের প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’। আজ শনিবার সকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা থেকে বাসযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা এবং ক্যাম্পাসস্থ পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ করবে স্বপ্নদল। এরপর সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে সেলিম আল দীন রচিত স্বপ্নদল প্রযোজনা ‘হরগজ’। জাদুঘরে বঙ্গবন্ধু : নারী জাগরণ ও ক্ষমতায়ন শীর্ষক সেমিনার জাতীয় শোকদিবস উপলক্ষে জাতীয় জাদুঘর বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বঙ্গবন্ধুবিষয়ক সেমিনার, জাদুঘরে সংগৃহীত বঙ্গবন্ধুর স্মৃতি-নিদর্শন এবং আলোকচিত্রের মাসব্যাপী বিশেষ প্রদর্শনী, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ ও আবৃত্তি। অনুষ্ঠানমালার অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকালে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গবন্ধু : নারী জাগরণ ও ক্ষমতায়ন শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক সাংসদ নাজমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ-কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. সাবিতা রেজওয়ান রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন। স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. আব্দুল মান্নান ইলিয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App