×

বিনোদন

ঈদে মুক্তির মিছিলে যেসব ছবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ১২:৪৭ পিএম

ঈদে মুক্তির মিছিলে যেসব ছবি
প্রতি বছরের মতো এবারো ঈদকে ঘিরে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাবে একাধিক চলচ্চিত্র। এরই মধ্যে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে হল বুকিং এবং প্রচারণা শুরু হয়েছে। সিনেমার প্রচারণায় সোশ্যাল মিডিয়া যেন অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তাদের ফেসবুক পেইজ, ইউটিউব এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। ঈদের ছবির ছোট-বড় নানা রঙের পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে কাকরাইলের প্রযোজনা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গার নির্ধারিত প্রেক্ষাগৃহগুলো। ঈদের ছবি ঘিরে প্রেক্ষাগৃহের মালিক, কর্মচারী, কর্মকর্তা, বুকিং এজেন্টদের আনাগোনা বেড়েছে কাকরাইলের সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসগুলোতে। সপ্তাহ দুয়েক আগেও শোনা গিয়েছিল সাতটিরও বেশি সিনেমা মুক্তি পাবে এবারের ঈদে। পরবর্তী সময়ে রায়হান রাফি পরিচালিত ‘দহন’ এবং রাশেদ রাহা পরিচালিত ‘নোলক’ ছবি দুটি মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায়। এখন পর্যন্ত মুক্তির মিছিলে রয়েছে- ক্যাপ্টেন খান’, বেপরোয়া’ ‘মনে রেখ’, ‘জান্নাত’, ‘আমার প্রেম আমার প্রিয়া’ ‘মাতাল’। তবে বেপরোয়া, মনে রেখ, আমার প্রেম আমার প্রিয়া ও মাতাল, ছবিগুলো নিয়ে আইনি ও প্রযোজকদের দিক দিয়ে জটিলতা রয়েছে বলে জানা গেছে। ফলে সিনেমাগুলোর মুক্তি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান বলছে তারা সিনেমাগুলো ঈদেই মুক্তি দিবে। এদিকে সিনেমা হল মালিক সমিতি সূত্রে জানা গেছে, শেষ পর্যন্ত প্রেক্ষগৃহে কোন ছবিগুলো মুক্তি পাবে তার চ‚ড়ান্ত তালিকা পেতে আরো দুদিন অপেক্ষা করতে হবে। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘জান্নাত’ ছবিতে জুটি হয়েছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। এই ছবির মাধ্যমে প্রায় পাঁচ বছর পর ঈদ উৎসবে সিনেমা হলের পর্দায় থাকছেন মাহি। ছবিটিকে নিয়ে বেশ আশাবাদী তিনি। এ ছাড়া মাহি অভিনীত ‘মনে রেখ’ ছবিটিও রয়েছে এবারের ঈদে মুক্তির মিছিলে। এ নিয়ে কিছুটা উচ্ছ¡সিত মাহি। এই চিত্রনায়িকা বলেন, ঈদে সিনেমা মুক্তি পাওয়া একটা উৎসবের আমেজ তৈরি করে। এটা ভীষণ ভালো লাগে। এবারের ঈদে আমার অভিনীত দুটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ফলে আমি ভীষণ আনন্দে আছি। ‘জান্নাত’ ছবিতে মাহির বিপরীতে আছেন সায়মন সাদিক এবং ‘মনে রেখ’ ছবিতে আছেন কলকাতার বনি সেনগুপ্ত। অনুসন্ধানে জানা গেছে এবারের ঈদে সবচেয়ে বেশি হলে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’। তবে চূড়ান্ত হলের তালিকা পেতে অপেক্ষা করতে হবে ঈদের আগের দিন পর্যন্ত। শাকিবের ছবির প্রতি হল মালিকদের একটু বেশিই আগ্রহ দেখা যাচ্ছে। এ ছাড়া এবারের ঈদে শাকিবের বিপরীতে বড় কোনো তারকার ছবি নেই। যার ফলে শাকিব অভিনীত ‘ক্যাপ্টেন খান’ নিয়ে ভীষণ আশাবাদী ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এই ছবিটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। এ ছাড়া অভিনয় করছেন পায়েল সরকার, স¤্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু প্রমুখ। শাকিব খান বলেন, ‘প্রতি ঈদেই দর্শক আমার ছবি দেখতে হলে আসেন। দর্শকের ভালোবাসার জন্যই আমি শাকিব খান। এবারের ঈদেও দর্শকের ভালোবাসা নিশ্চয় আমার সঙ্গে থাকবে।’ অন্যদিকে ঈদে মুক্তির মিছিলে থাকা ‘বেপরোয়া’ ছবিটির মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ পরিচালক সমিতি। কলকাতার রাজা চন্দ পরিচালিত এবং জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বেপরোয়া’ ছবিটি ঈদে মুক্তির ঘোষণা দেয়া হয়েছে আগেই। প্রচারণার অংশ হিসেবে এরই মধ্যে ছবির টিজার প্রকাশ করা হয়েছে। কিন্তু ছবিটি নিয়ে আপত্তি জানিয়েছে পরিচালক সমিতি। জানা গেছে, ছবিটির পরিচালক রাজা চন্দ টুরিস্ট ভিসায় এসে ওয়ার্ক পারমিটি ছাড়া বাংলাদেশে এই ছবিটি নির্মাণ করেছেন। তাই তাকে পরিচালক সমিতির সদস্যপদ না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, ‘বেপরোয়া’ এবারের ঈদেই মুক্তি পাবে। ৮০টিরও বেশি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে চায় জাজ মাল্টিমিডিয়া। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত এবারের ঈদে কোনো সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পায়? বড় পর্দায় দর্শকের মাঝে সাড়া ফেলে কোনো সিনেমা?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App