×

জাতীয়

সাক্ষীর অভাবে ঝুলে আছে অনেক মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০১৮, ১০:৪৯ এএম

সাক্ষীর অভাবে ঝুলে আছে অনেক মামলা
সারা দেশে ভয়ঙ্কর সিরিজ বোমা হামলার ১৩ বছর আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) দেশের প্রায় ৫০০টি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে বোমা হামলা চালায়। ওই হামলায় কেঁপে ওঠে দেশের ৬৩ জেলা। সতর্ক হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জঙ্গিদের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু ১৩ বছরেও অনেক মামলার নিষ্পত্তি হয়নি। কবে নিষ্পত্তি হবে তাও অনিশ্চিত। কারণ, সাক্ষীর অভাব। অনেক সাক্ষী তার ঠিকানাতেও নেই। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের ৬৩ জেলার প্রায় ৫০০টি স্পটে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তির জানান দেয় জঙ্গি সংগঠন জেএমবি। ওই হামলায় নিহত হন ২ জন আর আহত হন শতাধিক ব্যক্তি। এরপরই নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই হামলার ঘটনায় সারা দেশে ১৫৯টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১৪৯টি মামলায় ১১০৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। ৯৩টি মামলার নিষ্পত্তি হয়েছে। ১০টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। বাকি ৫৬টি মামলা এখনো বিচারাধীন রয়েছে। তবে সাক্ষীর অভাবে মামলাগুলোর কার্যক্রম এগোচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, সাক্ষীরা সাক্ষ্য দিতে আসছে না। তাদের খুঁজেও পাওয়া যাচ্ছে না। আদালত সূত্র জানায়, সারা দেশে দায়ের করা মামলাগুলোর মধ্যে ৯৩টির রায়ে ২৭ জনকে মৃত্যুদন্ডসহ বিভিন্ন মেয়াদে ৩৩৪ জনকে সাজা দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৪৯ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বিচারাধীন আছে ৩৮৬ জন। বিচারাধীন মামলাগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে ঢাকা মহানগর আদালতে রাষ্ট্রপক্ষের পিপি (ভারপ্রাপ্ত) শাহ আলম তালুকদার জানান, মামলা দায়েরের সময় কাউকে আসামি করা হয়নি, সব অজ্ঞাত ছিল। তাই তদন্ত করে অনেককে আটকের পর আসামি করা হয়েছে। আর সাক্ষী পাওয়া যাচ্ছে না বলে মামলা ধীরগতিতে এগুচ্ছে। এজাহারে সাক্ষীর যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় কোনো সাক্ষীর অবস্থান নেই এবং তারা সেখানে কখনো থাকেনি। মামলাগুলোর বাদী হচ্ছে পুলিশ। তাদের বেশিসংখ্যক অবসরে গেছেন। এমনকি যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে, তারা গ্রেপ্তার নেই বলে ফাঁসিও কার্যকর হচ্ছে না। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত জঙ্গিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। আর সাক্ষীদের আদালতে হাজির করার বিষয়ে পুলিশের যা করণীয় তা-ই করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App