×

জাতীয়

শ্রীনগরে নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০১৮, ০১:১২ পিএম

শ্রীনগরে নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান
গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। জানা যায়, গত বুধবার সাতগাঁও গ্রামের বটতলা বিজয় মেম্বারের বাড়িতে একটি গভীর নলক‚প বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় মাটি খনন কাজের সময় গ্যাসের উপস্থিতি টের পেয়ে তারা স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে আসে। এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আরিফুজ্জামান শেখ সাংবাদিকদের বলেন, আমরা ঘটনাস্থলে আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি পেয়ে উপজেলা নির্বাহী অফিসার স্যারকে বিষয়টি অবগত করি। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে এখানে পকেট গ্যাস রয়েছে। গ্যাসের চাপ খুব কম। তবে পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। আপাতত ওই স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খুব শিগগিরই পেট্রোবাংলার বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনে আসবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App