×

পুরনো খবর

আ.লীগে চার, অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপিতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০১৮, ০৪:১৩ পিএম

আ.লীগে চার, অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপিতে
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৫ আসনের সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় শুরু হয়ে গেছে। তারা নির্বাচনী মাঠ গরম করার চেষ্টা করছেন। তৃনমূল নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। লবিং চলছে কেন্দ্রের সঙ্গেও। আগামী নির্বাচনে এ আসনে মনোনয়নের আশায় আওয়ামী লীগে ৪ ও বিএনপিতে রয়েছেন অর্ধডজন সম্ভাব্য প্রার্থী। নিজেকে নানানভাবে তুলে ধরার চেষ্টায় ব্যস্ত মনোনয়ন প্রত্যাশীরা। নানা অছিলায় নিজেদের ছবিসংবলিত শুভেচ্ছা ব্যানার ও পোস্টার সাঁটিয়েছেন এলাকার সর্বত্র। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরব। নিজেদের গণসংযোগের ছবি ছড়িয়ে দিয়ে প্রচারণা চালাচ্ছেন। তৃনমূল নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন ও নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ ব্যক্ত করে দোয়া চাচ্ছেন। বিভিন্ন জনসভা ও সামাজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন। একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৭৩০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৯ হাজার ১৯০ ও মহিলা ১ লাখ ৬০ হাজার ৫৪০ জন। ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে এ আসনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে বিজয়ী হন আলহাজ মো. শামসুদ্দিন আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রয়াত নেতা আব্দুল জলিল। ২০০১ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত এ আসনের এমপি ছিলেন আব্দুল জলিল। আর এ সময়ে নওগাঁয় ব্যাপক উন্নয়ন হয়। ২০১৩ সালের ৬ মার্চ আব্দুল জলিল মারা যাওয়ার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ রফিকুল ইসলামকে পরাজিত করে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা যায়, এ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, আব্দুল জলিলের ছেলে জেলা আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও জেলার ইয়াং বাংলা অর্গানাইজার ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, দুবার নির্বাচিত মহিলা সাংসদ শাহিন মনোয়ারা হক, নওগাঁ পৌর আ.লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ দল থেকে আগামী নির্বাচনে মনোনয়ন চাইবেন। মনোনয়নের বিষয়ে আব্দুল মালেক বলেন, নেত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় আমি মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস দল আমাকে মূল্যায়ন করবে। তিনি আরো বলেন, ভোটে অংশগ্রহণ করার অধিকার সবার আছে। আমি দল করি। যতদিন বেঁচে আছি দলই করব এবং দলের সম্মানার্থে যা যা করা দরকার তাই করে যাব। গত ১০ এপ্রিল সংসদ নির্বাচনের ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন নওগাঁ পৌর আ.লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ। তিনি বলেন, এ আসনে এখনো অনেক অবহেলিত এলাকা রয়েছে। তিনি আরো বলেন, ২০০৫ সালে নেতা আব্দুল জলিল আমাকে দলের দায়িত্ব দিয়েছেন। তৃনমূল নেতাকর্মীরা আমাকে চাইছেন। নেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করব। নির্বাচনে বিজয়ী হতে পারলে নওগাঁ শহরকে একটি মডেল শহর হিসেবে সাজাব। আমরা চাই সবাই যেন নৌকার প্রতীক হয়ে থাকে। নওগাঁ এলাকায় ২বার সংরক্ষিত আসনে নির্বাচিত মহিলা সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক বলেন, নেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এলাকায় কাজ করে যাচ্ছি। আমার মরহুম স্বামী মো. সামসুল আলম আওয়ামী লীগের নেতা ছিলেন এবং আজীবন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে আজীবন কাজ করে গেছেন। আমি আমার স্বামীর আদর্শকে অনুসরণ করে নওগাঁবাসীর জন্য কাজ করতে চাই। দল আমাকে মনোনয়ন দিলে ইনশাল্লাহ আমি জয়ী হবো এটা শতভাগ নিশ্চিত। অন্যদিকে প্রয়াত নেতা আব্দুল জলিলের ছেলে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল বয়সে তরুণ এবং রাজনীতিতেও নবীন। ২০১৫ সালে তিনি পড়াশুনা শেষ করেন। তিনি বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। বাবা সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর ডাকে ব্যারিস্টারি পড়া অসমাপ্ত রেখে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধু ও নেত্রী শেখ হাসিনার আস্থাভাজন হয়ে মৃত্যুর আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তিনি নওগাঁবাসীর জন্য অনেক উন্নয়ন করেছেন। তার অনেক উন্নয়ন কর্মকাণ্ড অসমাপ্ত রয়েছে। আগামীতে দল থেকে যদি আমাকে মনোনয়ন দেয়া হয় তাহলে আমি বিজয়ী হয়ে বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। নওগাঁর জনগণকে নিয়ে উন্নয়নে কাজ করে যাব। অপরদিকে জেলা বিএনপিতে রয়েছে চরম কোন্দল। জেলা ও উপজেলা পর্যায়ে দলের ভেতর গ্রæপিং অনেকটাই প্রকাশ্যে। তবে প্রতিক‚ল পরিস্থিতির মধ্যেও নওগাঁ সদর উপজেলা ও নওগাঁ পৌরসভা বিএনপির দখলে। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ জেলা কমিটি হয়নি। কেন্দ্র থেকে ৩০ সদস্যের একটি কমিটি করে দেয়া হলেও এরই মধ্যে ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সভাপতি নওগাঁ পৌর মেয়র আলহাজ নজমুল হক সনি, সহসভাপতি ও জাতীয়তাবাদী মহিলা দলের জেলা আহবায়ক সাবেক সংসদ সদস্য রায়হান আক্তার রনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন দলের মনোনয়ন প্রত্যাশী। এর মধ্যে টানা দুবার নির্বাচিত নওগাঁ পৌরসভা মেয়র নজমুল হক সনি। মনোনয়নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রত্যেক রাজনীতিবিদের একটা উদ্দেশ্য থাকে সংসদ নির্বাচন করার। আর সে কারণে আমি মনে করি চাওয়াটা অযৌক্তিক না। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে নওগাঁয় গ্যাস নিয়ে আসা। শহরের লিটন ব্রিজকে একমুখী করে নতুন আরো একটি ব্রিজ নির্মাণ করা। এতে করে যানজট কমবে। এ ছাড়া নওগাঁ কৃষিপ্রধান এলাকা। কৃষির উন্নয়ন ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। শহরের বাইপাস শালুকা থেকে তালতলী, বলিহার ও খিদিরপুর হয়ে জেলার রানীনগর পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ করা। তবে যে কাউকে মনোনয়ন দেয়া হোক না কেন, আমি তার পক্ষেই মাঠে কাজ করব। ছাত্রজীবন থেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত বর্তমান জেলা সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। মনোনয়নের বিষয়ে তিনি বলেন, দল শতাধিক ছাত্রনেতাকে এবার মনোনয়ন দেবে। তার মধ্যে আমার একটা ভালো অবস্থান আছে। মনোনয়ন পেলে নির্বাচিত হব ইনশাল্লাহ। এ ছাড়া এ আসন থেকে নওগাঁ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম বকুল, আওয়ামী লীগের ত্যাগী নেতা ইলিয়াস তুহিন রেজা মনোনয়ন চাইবেন। তিনি জানান, ছাত্র রাজনীতি থেকে জেলা আওয়ামী লীগের নেতা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। ন্যায় ও নিষ্ঠার পথে থেকে সত্য কথা বলার কারণে দল তাকে কোনো পদেই এমনকি সদস্য পদেও রাখেনি। আমি বঙ্গবন্ধুর সৈনিক তার আদর্শকে বুকে রেখে কাজ করে চলছি। দল যদি মনোনয়ন দেন ইনশাল্লাহ আমি জয়ী হব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App