×

পুরনো খবর

বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, শেখ হাসিনা দিচ্ছেন অর্থনৈতিক মুক্তি : আ.স.ম. ফিরোজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৮, ১০:৩৪ পিএম

বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, শেখ হাসিনা দিচ্ছেন অর্থনৈতিক মুক্তি : আ.স.ম. ফিরোজ
জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম. ফিরোজ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে লাখ লাখ বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। ৩০ লাখ বাঙালি শহীদ এবং ২ লাখ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। যুদ্ধবিধস্ত বাংলাদেশকে পূর্নগঠনের জন্য যখন বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন, ঠিক তখনই স্বাধীনতা বিরোধি দেশী বিদেশীদের সহায়তায় সেনাবাহিনীর একটি চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশের উন্নয়ন ও অগ্রগতি রুদ্ধ করে দিয়েছেন। একারণে বঙ্গবন্ধু এদেশের মেহনতী মানুষের অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি। কিন্তু তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর স্বপ্ন এদেশের সাধারন মানুষের অর্থনৈতিক মুক্তি দিয়ে যাচ্ছেন এবং একই সাথে সামাজিক ও রাজনৈতিক অধিকারও নিশ্চিত করছেন। শেখ হাসিনার শাসনামলে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নসহ সকল ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নয়ন স্বাধিত হয়েছে। এরফলে আমরা নি¤œ আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশের সারিতে অবস্থান করছি। অচিরেই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশে^র বুকে মাথা উঁচু করে দাড়াবে। চীফ হুইপ বলেন, ১৯৭৫ এর পর দেশে ২১ বছর দ:ুশাসন ছিল। তখন কোটি কোটি টাকার দুর্নীতি ও লুঠপাটের কারণে দেশ অগ্রগতির পরিবর্তে সর্বক্ষেত্রেই পিছিয়ে পড়েছিল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমদের টাকা নিয়ে দুর্নীতি করে এখন জেলে রয়েছেন। আদালত তাকে দুর্নীতির জন্য জেলে পাঠিয়েছেন। শেখ হাসিনার শাসনামল প্রমাণ করেছে, যতবড়ই ক্ষতাবান হন না কেন আইনের উর্দ্ধে কেউ নন। চীফ হুইপ দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে সকলের প্রতি আহবান জানান। বৃহষ্পতিবার সকালে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফলের ৯টি গ্রামের ১ হাজার ২২১ পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আ.স.ম. ফিরোজ একথা বলেন। এসময় তিনি বলেন, বর্তমানে বাউফলের ৮৫ ভাগ পরিবার বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় আসবেন। উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম একেএম আজাদ, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধ সামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ. মোতালেব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, এপিএস আনিছুর রহমান প্রমূখ। বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধনের পর চীফ হুইপ উপজেলা পরিষদ চত্ত¡রের পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং ছোট ডালিমা আ. ছালাম মৃধা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App