×

অর্থনীতি

চলতি মৌসুমে ২ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৮, ০৩:২৭ পিএম

চলতি মৌসুমে ২ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা
চলতি (২০১৮-২০১৯) মৌসুমে সারা দেশে ৫০ হাজার হেক্টর তুলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড। তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ১৬০ বেল। দেশে গার্মেন্টস শিল্পের ব্যাপক প্রসারের জন্য প্রতি বছর তুলার চাহিদা বাড়ছে। তুলার চাহিদা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে দেশে তুলার উৎপাদন বৃদ্ধি করা যাচ্ছে না। বর্তমানে দেশে তুলার বার্ষিক চাহিদা প্রায় ৭৫ লাখ বেল। তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, চলতি মৌসুমে (২০১৮-১৯) যশোর জোনে ৩ হাজার ৫০০ হেক্টরে সমভ‚মির তুলা চাষ করে ২৩ হাজার ৬৫ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ঝিনাইদহ জোনে তুলা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৪ হাজার ৬০০ হেক্টরে। তুলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৩১৪ বেল। রাজশাহী জোনে ২৮০০ হেক্টরে তুলা চায় করে ১৮ হাজার ৪৫২ বেল তুলা উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। চুয়াডাঙ্গা জোনে ৪ হাজার ৬০০ হেক্টরে তুলা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। তুলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৩১৪ বেল। বগুড়া জোনে ২২৫০ হেক্টরে তুলা চাষ করে ১৪ হাজার ৮২৮ বেল তুলা উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। কুষ্টিয়া জোনে তুলা চাষ লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৪ হাজার ৬০০ হেক্টরে। তুলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৩১৪ বেল। রংপুর জোনে ২৬০০ হেক্টরে তুলা চাষ করে ১৭ হাজার ১৩৪ বেল তুলা উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ঠাকুরগাঁও জোনে ১৭০০ হেক্টরে তুলা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। তুলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ২০৩ বেল। ময়মনসিংহ জোনে ২১০০ হেক্টরে তুলা চাষ করে ১৩ হাজার ৮৩৯ বেল তুলা উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ঢাকা জোনে তুলা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১৭০০ হেক্টরে। তুলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ২০৩ বেল। তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় ১১৫০ হেক্টরে সমভূমির তুলা চাষ করে ৬ হাজার ৯২১ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এ ছাড়া তিন পার্বত্য জেলায় ১৮ হাজার ৫০০ হেক্টরে পাহাড়ি জাতের তুলা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। পাহাড়ি জাতের তুলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৫৭৫ বেল। তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত মৌসুমে (২০১৭-১৮) সারা দেশে ২৬ হাজার ৩০০ হেক্টরে সমভূমির ও ১৬ হাজার ৭৫০ হেক্টরে পাহাড়ি জাতের তুলা চাষ করা হয়েছিল। মোট তুলা উৎপাদন হয়েছিল ১ লাখ ৬৫ হাজার বেল। ১৯৭৭ সালে আমেরিকান ডেল্টাপাইন জাতের তুলা চাষের মধ্য দিয়ে নতুন করে তুলা চাষের যাত্রা শুরু হয়। চাষ সফল হয়। আস্তে আস্তে চাষ সম্প্রসারণ ঘটতে থাকে, বিশেষ করে দক্ষিণ পশ্চিমের জেলাগুলোতে। দেশে উৎপাদিত তুলার ৭০ ভাগই উৎপাদন হয় কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও মাগুরা জেলাতে। তুলা উন্নয়ন বোর্ড সূত্রে আরো জানা গেছে, উৎপাদন বৃদ্ধির জন্য হাইব্রিড জাতগুলোর চাষ প্রচলন করা হচ্ছে। বর্তমানে তুলার বিঘাপ্রতি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আগে বিঘাপ্রতি ৮-১০ মণ ফলন হতো। বর্তমানে বিঘাপ্রতি ১৫-১৬ মণ পর্যন্ত ফলন হচ্ছে। এখন তুলা চাষে ৭ মাস সময় লাগে। আমন ধান কাটার পর ওই জমিতে স্বল্প মেয়াদি জাতের তুলা চাষের উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া খরাপ্রবণ এলাকাগুলোতেও পতিত জমিতে তুলা চাষের পরিকল্পনা নেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App