×

জাতীয়

শোক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৮, ০৪:৪২ পিএম

শোক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের উদ্যগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রায় ৫০০ দুস্থ ও গরীব মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন উপস্থিত থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। কলেজটির শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর জাহান আরা বেগমের সভাপতিত্বে উক্ত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর শেখ আবদুল কুদ্দুস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল হোসেন, ছাত্র প্রতিনিধি হিসেবে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ খান শুভসহ ৩ শতাধীক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অধ্যক্ষ শেখ আবদুল কুদ্দুস বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয় এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালী জাতির চেতনা। এই মহান নেতার জন্ম না হলে পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্র স্থান পেতো না। একমাত্র বঙ্গবন্ধুই করে দেখিয়েছেন তিনি বহুমুখি নেতৃত্বের অধিকারী ছিলেন। কারণ তিনি মুক্তিযুদ্ধের আগে ছাত্র, কৃষক, শ্রমিকদের এক সুতোয় বেধে ছিলেন। কিন্তু ১৯৭৫ সালের এই দিনে ৭১ সালের পরাজিত শক্তি ও এদেশের কিছু স্বার্থলোভী মহল স্বপরিবারে তাকে হত্যা করে। যা জাতি হিসেবে আমাদের লজ্জার বিষয়। বর্তমানে তার সুযোগ্য কন্যার হাত ধরে বাংলাদেশ তার স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, ১৯৭৫ সালের এই দিনে যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার ষড়যন্ত্র করেছিলো তাদের অনেকের বিচার হলেও এখনো বেশ কয়েকজন বিদেশে পলাতক রয়েছে। তাদেরকে দেশে ফিরিয়ে এনে পুনরায় এ ঘটনার বিচার দাবি করেন তিনি। সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ খান শুভ বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। এজন্য সবাইকে কারাগারের রোজনামচা ও বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ার আহŸান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App