×

খেলা

ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের প্রত্যাশায় আফ্রিদি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৮, ০৯:০৫ পিএম

ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের প্রত্যাশায় আফ্রিদি
ভারতের ৭২তম স্বাধীনতা দিবস আজ। ১৯৪৭ সালের এই দিনে দেশটি ব্রিটিশ শাসনের কবল থেকে মুক্ত হয়। স্বাধীনতা দিবসে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি। এক টুইট বার্তায় আফ্রিদি ভারতীয়দের শুভেচ্ছা জানান। পাশাপাশি ভেদাভেদ এবং রাজনৈতিক ইস্যু দূর করে চলতি বছর থেকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালু করার প্রত্যাশা ব্যক্ত করেন। টুইটারে আফ্রিদি বলেন, ‘ভারতকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি আন্তরিকভাবে আশা করি, এই বছর থেকে পাকিস্তান ও ভারত উভয়েই একটি ভালো, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চলের জন্য তাদের সমস্যা সমাধানে কাজ করবে। যার ফলে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচগুলো প্রায়শই অনুষ্ঠিত হতে পারে।’ আফ্রিদির টুইটে সমর্থন জানিয়েছেন অনেকে। ভারতীয়রাও তাকে সমর্থন করছেন। অনেকেই তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। এর আগে ফেব্রুয়ারিতে ভারতীয় পতাকার প্রতি সম্মান দেখানোয় ভারতীয়দের হৃদয়ে জায়গা করে নেন বুমবুম খ্যাত আফ্রিদি। এশিয়ার দুই জায়ান্ট ২০০৭ সালে সবশেষ পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলেছিল। ওই বছর পাকিস্তান তিন টেস্ট এবং পাঁচ ওয়ানডে খেলার জন্য ভারত সফর করেছিল। এরপর ২০১২ সালের ডিসেম্বরে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছিল দুই দল। সেটাও হয়েছিল ভারতের মাটিতে। ওই সিরিজের পর ভারত-পাকিস্তান কেবল মুখোমুখি হয়েছে বৈশ্বিক টুর্নামেন্ট এবং এশিয়া কাপের মঞ্চে। দুই দল শেষ মুখোমুখি হয়েছিল ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। যেখানে পাকিস্তান বিশাল জয়ে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয়। পাকিস্তানের হয়ে ৩৯৮ ওয়ানডে এবং ২৭ টেস্ট খেলেছেন আফ্রিদি। ওয়ানডেতে ৮০৬৪ রান ও টেস্টে ১৭১৬ রান করেছেন ডানহাতি মারকুটে ব্যাটসম্যান। ২০১৭ সালে অবসরে যাওয়ার পর থেকে বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগগুলোতে অংশ গ্রহণ করে আসছেন আফ্রিদি। নিয়মিত খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App