×

অর্থনীতি

পোশাক শিল্প এলাকায় শনিবার ব্যাংক খোলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৮, ০৮:৩২ পিএম

পোশাক শিল্প এলাকায় শনিবার ব্যাংক খোলা

তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা পরিশোধের সুবিধার্থে আগামী শনিবার ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের পোশাক কারখানা সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে এসব এলাকায় তাদের শাখা পূর্ণ দিবস খোলা রাখার নির্দেশ দিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত সকল ব্যাংক শাখা খোলা থাকবে। রফতানি বাণিজ্য সচল রাখাও এ নির্দেশনার উদ্দেশ্য।

এর আগে পোশাক শিল্পের মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে ১৬ আগস্টের মধ্যে ঈদ বোনাস পরিশোধের সিদ্ধান্ত হয়।

বিজিএমইএর দাবি অনুযায়ী, সারাদেশে প্রায় তিন হাজার পোশাক কারখানা উৎপাদনে রয়েছে। এসব কারখানায় প্রায় ৪৪ লাখ শ্রমিক-কর্মচারী কাজ করছেন। এর মধ্যে কিছু কারখানা সরাসরি শ্রমিকদের ব্যাংক হিসাবে বেতন পরিশোধ করে। আর বড় অংশই ব্যাংক থেকে টাকা তুলে শ্রমিকদের নগদে বেতন পরিশোধ করে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App