×

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি তাণ্ডব, চুপ মুসলিম বিশ্ব

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৮, ০৬:০১ পিএম

ইয়েমেনে সৌদি তাণ্ডব, চুপ মুসলিম বিশ্ব
মানব ইতিহাসের অন্যতম প্রাচীন বসতির দেশ ইয়েমেন। আরব বিশ্বের সবচেয়ে গরীব দেশও এটি। দেশটি উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত থাকলেও ১৯৯০ সালে এক হয়ে একটি ইয়েমেন গড়ে ওঠে। তবে ২০১৫ সাল থেকে চলা গৃহযুদ্ধে পুরোপুরি বিপর্যস্ত দেশটি। শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের যুদ্ধে হতাহত হয়েছেন বহু মানুষ। দেশটিতে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য সংকট। কলেরা, ডিপথেরিয়াসহ বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ছে মহামারির মতো। ইয়েমেনের নিরীহ মানুষদের ওপর হামলা চালিয়ে অকাতরে হত্যা করছে সৌদি নেতৃত্বাধীন জোট। তাদের হামলা থেকে বাদ যায়নি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসামরিক আবাসিক এলাকায়। মূলত দেশটিতে নিজেদের প্রভাব খাটাতে এবং সুন্নি শাসক আবদ রব মনসুর হাদিকে টিকিয়ে রাখতে মানবতার বিরুদ্ধে নেমেছে সৌদি, আমিরাতের মত দেশগুলো। দেশটিতে বর্তমান সৃষ্ট মানব সংকটকে 'বিশ্বের সবচেয়ে বড় মানব-সৃষ্ট মানবিক বিপর্যয়' বলে উল্লেখ করেছে জাতিসংঘ। এছাড়া বারবার যুদ্ধবিরতির চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জাতিসংঘ ও এর তিনটি অঙ্গ সংগঠন। গত তিন বছরে ইয়েমেনে নয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় ৫৩ হাজার মানুষ আহত হয়েছে। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছে। তবে আসল সংখ্যা এর চেয়েও অনেক বেশি দাবি করে সম্প্রতি ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিলো, সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ছয় লাখের বেশি মানুষ হতাহত হয়েছে। জাতিসংঘের তথ্যানুযায়ী, দেশটির ৭৫ শতাংশ মানুষের জরুরী মানবিক সহায়তা প্রয়োজন। অন্তত সোয়া কোটি মানুষের বেঁচে থাকার জন্য জরুরী খাদ্য সহায়তা দরকার। প্রায় পৌনে দুই কোটি মানুষের জানা নেই, তাদের পরবর্তী বেলার খাবার জুটবে কি না। পাঁচ বছরের নীচের ৪ লাখ শিশু চরম অপুষ্টিতে ভুগছে, যা তাদের জীবনকে ঝুঁকিতে ফেলছে। ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের এক হাজারেরও বেশি সৈন্য নিহত হয়েছে বলে সম্প্রতি জানায় আল জাজিরা। ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট যখন ইয়েমেনের ওপর হামলা চালায় তখন থেকে এ পর্যন্ত এসব সৌদি সেনা নিহত হয়। বলা হয়ে থাকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাহায্য করছে ইরান। অপরদিকে সৌদি জোটকে সরাসরি সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। ইসলামের প্রাণকেন্দ্র মক্কা মদিনা যেখানে অবস্থিত, সেই সৌদি আরব ও তার প্রতিবেশি রাষ্ট্রগুলো ইয়েমেনে মানুষ হত্যার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে চলছে, তাতে কার্যত নিশ্চুপ মুসলিম বিশ্ব। ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘসহ কয়েকটি মানবাধিকার সংস্থা তাদের বক্তব্য তুলে ধরলেও এ বিষয়ে দৃঢ় কোনো পদক্ষেপ নেয়নি মুসলিম বিশ্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App