×

আন্তর্জাতিক

আসাদ কায়সার: হকি খেলোয়াড় থেকে পাক স্পিকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৮, ০৮:২৩ পিএম

আসাদ কায়সার: হকি খেলোয়াড় থেকে পাক স্পিকার

এক সময় তুখোড় হকি খেলোয়াড় ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদ্য নির্বাচিত স্পিকার আসাদ কায়সার। এবার তার খেলার মাঠ সংসদ।

তবে সংসদের ‘মাঠে’ এর আগেও খেলেছেন আসাদ কায়সার। সেটি ছিল প্রাদেশিক পরিষদ। খাইবার পাখতুনওয়া প্রাদেশিক পরিষদেও স্পিকারের ভূমিকা পালন করেছেন এই পিটিআই নেতা।

২৫ জুলাইয়ের জাতীয় নির্বাচনে ১৮ নম্বর আসন থেকে নির্বাচিত হন আসাদ। ২০১৩ সালেও তিনি দুটি সংসদীয় আসন থেকে নির্বাচিত হন।

খাইবার পাখতুনওয়া প্রদেশে বেসরকারি স্কুল চালুর পথিকৃৎ বলা হয় আসাদ কায়সারকে। পিটিআই নেতা হওয়ার আগে তিনি পাকিস্তান জামাতে ইসলামির নেতা ছিলেন।

জামাতে ইসলামি থেকে ১৯৯৬ সালে পিটিআইয়ে যোগ দিয়েছিলেন আসাদ।

খাইবার পাখতুনে সোয়াবি জেলায় জন্ম আসাদ কায়সারের। তার এক স্কুল বন্ধু বলেন, ‘ছাত্র জীবনের খুব ভাল হকি খেলতো আসাদ। দলের মূল খেলোয়াড় ছিল সে। খেলাটিকে ভালবাসতো। আসাদ ভলিবল দলেও খেলতো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App