×

খেলা

স্টোকস নির্দোষ, ফিরলেন টেস্ট দলে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ১০:৪৪ পিএম

স্টোকস নির্দোষ, ফিরলেন টেস্ট দলে
গেল বছরের সেপ্টেম্বরে মধ্যরাতে মারামারির ঘটনায় নির্দোষ প্রমাণিত হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। আজ মঙ্গলবার আদালত তাকে নির্দোষ বলে রায় দেয়। এর মধ্য দিয়ে উক্ত ঘটনার ১১ মাসের বিচার প্রক্রিয়া শেষ হল। এই রায় ঘোষণার পর পরই বেন স্টোকসকে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের দলে অন্তর্ভূক্ত করা হয়। গতকাল সোমবার তাকে বাদ দিয়েই দল ঘোষণা করেছিল ইংল্যান্ড। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি জিতে নিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। শনিবার থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হবে তৃতীয় টেস্ট। আদালত স্টোকসকে নির্দোষ ঘোষণা করলেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েল ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিশন তাদের নিজস্ব প্রক্রিয়ায় বিষয়টি বিবেচনা করে দেখবে। ওই ঘটনায় স্টোকস ও আলেক্স হেলসের ভূমিকার বিষয়টি খতিয়ে দেখছে তারাও। তাদের তদন্তেও কী শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হবেন স্টোকস? নাকি মধ্যরাতেও মারামারির ঘটনায় তাদের বিরুদ্ধে আচরণবিধি ভঙের অভিযোগ আনবে কমিশন? আজ মঙ্গলবার ব্রিস্টলের আদালতে বেন স্টোকসের সঙ্গে নটিংহ্যামশায়ারের আলেক্স হেলসও গিয়েছিলেন। যদিও হেলস ভারতের বিপক্ষের টেস্ট সিরিজের স্কোয়াডে নেই। আদালতে গেলেও হেলসের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি। ওই ঘটনার পর স্টোকস ইংল্যান্ডের খেলা ১১টি টেস্টের ৭টি মিস করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রত্যাশিত অ্যাশেজ সিরিজেও খেলা হয়নি তার। তবে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্ট খেলেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে বল হাতে ৪০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ে অবদান রাখেন। তার বোলিংয়ে ভর করে প্রথম টেস্টে ইংল্যান্ড জয় পায় ৩১ রানে। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের তৃতীয় টেস্টের স্কোয়াড : জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ড ব্রড, জস বাটলার, অ্যালিস্টার কুক, স্যাম কুরান, কিয়েটন জেনিংস, অলিয়ে পোপ, জিমি পোর্টার, আদিল রশিদ, ক্রিস ওকস ও বেন স্টোকস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App