×

জাতীয়

ভোলার মেঘনায় ট্রলার ডুবি, নিখোঁজ ৬ জেলে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ১০:০৬ পিএম

ভোলার মেঘনায় ট্রলার ডুবি, নিখোঁজ ৬ জেলে
ভোলার মনপুরার মেঘনায় প্রবল স্রোতের কবলে পড়ে দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ৬ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে মেঘনায় ট্রলারে অভিযান পরিচালনা করছে মালিকপক্ষ। মঙ্গলবার মনপুরার ভাসানচর সংলগ্ন মেঘনায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলার দুটির মালিক হলেন বাছেদ মাঝি ও নোমান মাঝি। নিখোঁজ জেলেরা হলেন, বাছেদ মাঝি, রিপন, রাসেল, শামীম, জাকির, জান্টু। এদের সবার বাড়ি ভোলা সদর ইউনিয়নের কাচিয়া গ্রামে। এরা সবাই বাছেদ মাঝির ট্রলারে ছিলেন। নোমান মাঝির ট্রলারে সব জেলেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন আড়তদার বাবুল মাতাব্বর। নিখোঁজ জেলেদের আড়তদার খালেক মাষ্টার জানান, ভাসানচর সংলগ্ন মেঘনার শেষ প্রান্তে ইলিশ শিকারের সময় প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায় বাছেদ মাঝির ট্রলার। এতে দুই জেলে সাতরে উঠতে পারলেও ছয় জেলে নিখোঁজ রয়েছে । নিখোঁজ জেলেদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। মনপুরা থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী জানান, ট্রলার ডুবির ঘটনা আড়তদাররা জানায়নি। আমি শুনেছি। এ ব্যাপারে কোস্টগার্ডের দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে.কমান্ডার নুরুজ্জামান শেখ জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের একটি টিম কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App