×

জাতীয়

পালিয়ে গেল পুলিশ হেফাজতে থাকা আসামি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ০৭:১৭ পিএম

চট্টগ্রাম আদালতের পুলিশ হেফাজত থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। মাসুদ রানা নামে এ আসামি আজ মঙ্গলবার দুপুরে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে পালিয়ে যান। মাসুদ রানা গত ১৭ জুলাই আকবরশাহ থানা এলাকায় মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাব উদ্দিন আহমেদ ভোরের কাগজকে বলেন, মাসুদ রানাসহ ৩ জনকে ইয়াবা উদ্ধারের মামলায় রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা আকবরশাহ থানার এসআই ফখরুল ইসলাম। নির্বাহী হাকিম শফি উদ্দিন তাকে অতিরিক্ত উপকমিশনারের (প্রসিকিউশন) কক্ষে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। তদন্ত কর্মকর্তা তিন আসামিকে নিয়ে অতিরিক্ত উপকমিশনারের কক্ষে যাওয়ার পথে মাসুদ রানা হ্যান্ডকাফ খুলে দৌড়ে পালিয়ে সাধারণ লোকজনের সঙ্গে মিশে যায়। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁঁজি করেও তাকে পাওয়া যায়নি। পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আর অভিযুক্ত এসআই ও কনস্টেবলের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির সার্বিক বিষয় তদন্ত করে এডিসি-প্রসিকিউশনকে প্রতিবেদন দেয়ার জন্য সিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। বিষয়টি স্বীকার করে নগরীর আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, আসামি মাসুদ রানা পেশায় একজন ট্রাক চালকের সহকারী। পাহাড়তলী শহীদ লেইন থেকে মাদক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড চেয়ে আদালতে আবেদন করার পর গতকাল রিমান্ড শুনানির জন্য আদালতে হাজির করা হলে আদালতের ভিড়ের মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাসুদ রানা পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি মাসুদ রানার বাড়ি নোয়াখালীর কবির হাটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App