×

জাতীয়

জিয়া বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করেছিল : চীফ হুইপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ০৪:০৭ পিএম

জিয়া বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করেছিল : চীফ হুইপ
বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান খুনিদের পুরুস্কৃত করেছিল এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করেছিল। যা ছিল বাংলাদেশের ইতিহাসের কলংঙ্কিত অধ্যায়। কিন্তু বাঙালি জাতিকে দাবিয়ে রাখা যায়নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়ে বঙ্গবন্ধুর হত্যাকারিদের বিচার সহ যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। মঙ্গলবার সকালে বাউফলের কালাইয়া বন্দরে নৌ-পুলিশ ফাঁড়ি, কালাইয়া বন্দরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রায় ১০ কোটি টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম. ফিরোজ এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর ১৯৯৬ পর্যন্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার নিষেধ ছিল। চীফ হুইপ বলেন, দেশের রাজনৈতিক অরাজগতাকে স্থিতিশীল করেছেন এবং বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিশে^র বুকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে দাড় করিয়েছেন। শেখ হাসিনা জঙ্গি, সন্ত্রাস দমন করে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে রক্ষা করতে হবে। বিশে^র বুকে বাংলাদেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে হবে। কালাইয়া ইউপি চেয়ারম্যান এসএম ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নৌ-পুলিশের বরিশাল রেঞ্জের সুপারেন্টেন্ট কফিল উদ্দিন, সহকারী পুলিশ সুপার সুমিত চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, পটুয়খালী জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন অলক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোতালেব হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও এপিএস আনিচুর রহমান প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App