×

জাতীয়

চট্টগ্রামে ভুয়া ওয়ারেন্টে গ্রেপ্তারের অভিযোগ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ০৬:১৫ পিএম

চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে ভুয়া ওয়ারেন্টে গ্রেপ্তারের অভিযোগ করেছে ভুক্তভোগী এক পরিবার। নগরীর বায়েজিদ থানা পুলিশের বিরুদ্ধে মো. ফোরকান নামে এক যুবককে ভুয়া ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তার বাবা আবুল হাশেম। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আমার ছেলে মো. ফোরকানকে গত ১ আগস্ট সকালে বায়েজিদ থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারি ওয়ারেন্টে দুটি মামলা নাম্বার দেখানো হয়, যেখানে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ২৩৫/১৬ নম্বরের নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। তবে এ মামলার বাদী রশিদা বেগম যে ৪ জনকে বিবাদী করেছেন সেখানে আমার ছেলে ফোরকানের নাম নেই। অন্য মামলাটি নগরীর কোতোয়ালি থানার ৬(৫)১৬ নম্বরের একটি মামলা। সেখানে ফোরকানের নাম উল্লেখ থাকলেও কে বা কারা এ মামলা করেছে তা উল্লেখ নেই। কোতোয়ালি থানায় খোঁজ নিয়েও ওই মামলার হদিস পাওয়া যায়নি। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার ছেলের মুক্তির ব্যাপারে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে আবুল হাশেমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাগিনা এমরান। উপস্থিত ছিলেন ফোরকানের মা রেহেনা বেগম, চাচা আবুল কাশেম, আবদুস সালাম, ফুফু তফুরা খাতুন, বোন সাকি আক্তার প্রমুখ। জানতে চাইলে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার ভোরের কাগজকে বলেন, যারা অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন তারা হয়তো মামলার সঠিক তথ্য পাননি। তিনি বলেন, কোতোয়ালি থানায় কোনো ঘটনার জন্য যদি সে আসামি হয়ে থাকে এবং ঠিকানা যদি বায়েজিদ থানা এলাকায় হয়, তাহলে গ্রেপ্তারের ওয়ারেন্ট ওই থানায় আসবে। বায়েজিদ থানার এ ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, তাদের আমার সঙ্গে যোগাযোগ করতে বলেন- কোন মামলায় ফোরকানকে গ্রেপ্তার করা হয়েছে তা অবহিত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App