×

জাতীয়

চট্টগ্রামের ১১ জেলায় তামাকের ব্যবহার কমানোর উদ্যোগ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ০৮:১৯ পিএম

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে তামাকের ব্যবহার কমিয়ে আনতে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় অ্যাকশন প্ল্যান গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ‘চট্টগ্রাম বিভাগে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় বিভাগের প্রতিটি ইউনিয়ন কার্যালয়কে তামাকমুক্ত করারও সিদ্ধান্ত হয়। সভার শুরুতেই অধূমপায়ী ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। ধূমপানবিরোধী সাংবাদিক জোট আত্মা ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্মা চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক আলমগীর সবুজ। বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, স্থানীয় সরকারের চট্টগ্রাম বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ড. আবুল কাশেম, সিনিয়র সাংবাদিক এম নাসিরুল হক, ইপসার প্রোগ্রাম অফিসার ওমর শাহেদ হিরু। ইপসার কর্মকর্তা ফারহানা ইদ্রিসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসপার প্রধান নির্বাহী আরিফুর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোমিনুর রশিদ আমিন, সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন ও আঞ্জুমান আরা বেগম, চট্টগ্রাম বিভাগের মাধ্যমিক শিক্ষার উপপরিচালক সুলতান মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ। সভায় তামাকের ব্যবহার কমানো বিশেষ করে শিশুদের দিয়ে তামাক বিক্রি বন্ধ এবং তামাকের বিজ্ঞাপন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা বলা হয়। এ ছাড়া বক্তারা স্যানিটারি ইন্সপেক্টরকে আরো কার্যকর ভ‚মিকা পালনের জন্য এবং মাঠপর্যায়ে আরো সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার তাগিদ দেন। এ সভায় চট্টগাম বিভাগে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম সমন্বয়ের জন্য আইসিটি বিভাগের সহকারী কমিশনারকে দায়িত্ব দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App