×

খেলা

উইজডেনের গোল্ডেন বয় রাবাদা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ০৭:০২ পিএম

উইজডেনের গোল্ডেন বয় রাবাদা
দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কাগিসু রাবাদা ২০১৮ সালে উইজডেন গোল্ডেন বয় নির্বাচিত হয়েছেন। অনূর্ধ্ব-২৩ বছর বয়সী ক্রিকেটারদের মধ্যে তিনি সেরা হয়েছেন। উইজডেন গোল্ডেন বয় হিসেবে যে দশজন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে সেখানে শীর্ষে অবস্থান করছেন রাবাদা। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন তার সতীর্থ এইডেন মার্করাম। আর নবম স্থানে আছেন লুঙ্গি এনগিদি। এ ছাড়া আফগানিস্তানের রশিদ খান দ্বিতীয়, পাকিস্তানের বাবর আজম চতুর্থ, ভারতের কুলদীপ যাদব পঞ্চম, রিশাব পন্থ ষষ্ঠ, শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস সপ্তম, অস্ট্রেলিয়ার ম্যাট রেন’শ অষ্টম ও পাকিস্তানের শাদাব খান দশম স্থানে রয়েছেন। ২০১৫ সালে অভিষেক হওয়ার পর থেকে দুর্দান্ত সময় পার করছেন রাবাদা। ইতিমধ্যে ২৩ টেস্ট খেলে ১৫১ উইকেট নিয়েছেন। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিনি দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। চলতি বছরের শুরুতে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন তিনি। উইজডেন ক্রিকেটকে রাবাদার প্রশংসা করে সাবেক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার অ্যালান ডোনাল্ড বলেন, ‘দক্ষিণ আফ্রিকার আমরা সবাই জানতাম যে কাগিসু রাবাদা বড় কিছু করে দেখাবে। আমি জানতাম সে এমন কিছু পাবে। কিন্তু এতো তাড়াতাড়িই পাবে সেটা ভাবিনি। ডেল স্টেইন ধারাবাহিকভাবে ভালো করছিল। সে যে হারে উইকেট নিচ্ছিল সেটা ছিয় ঈর্শ্বনীয়। ঠিক স্টেইনের মতো রাবাদা এখন পারফর্ম করে যাচ্ছে।’ ‘অবিশ্বাস্য রাবাদা। তাকে আমার কাছে মেশিন মনে হয়। তার বোলিংটা উপভোগ করি। দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা পেসার হওয়ার পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে রাবাদা। সে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারিও হতে পারে। সেটা হতে পারলে আমি খুব খুশি হব। উইজডেনের গোল্ডেন বয় নির্বাচিত হয়ে সে সকল তরুণ কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।’ যোগ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App