×

আন্তর্জাতিক

হিমাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে ১৬ জনের প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ১২:১২ পিএম

হিমাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে ১৬ জনের প্রাণহানি
ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৬ জনের প্রাণহানি হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। এতে ভূমিধসে প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জরুরি বৈঠক করে জ্যেষ্ঠ কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বর্ষণের কারণে সোমবার (১৩ আগস্ট) বিভিন্ন এলাকার রাস্তাঘাট বন্ধ হয়ে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে নষ্ট হয় বহু ব্যক্তিগত গাড়ি। ভেঙে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা। শিমলা আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মনমোহন সিং জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় স্বাভাবিক সময়ের চেয়ে ৫০০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। ১১৭ বছরের রেকর্ডে সোমবার দ্বিতীয় সর্বোচ্চ ১৭২.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App