×

পুরনো খবর

শক্ত অবস্থানে আওয়ামী লীগ পুনরুদ্ধারের চেষ্টায় বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০১৮, ০৪:২০ পিএম

শক্ত অবস্থানে আওয়ামী লীগ পুনরুদ্ধারের চেষ্টায় বিএনপি
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন প্রধান দুই রাজনৈতিক জোটের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। আওয়ামী লীগ ও এর শরিক দলের মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতা এলাকায় ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। অপরদিকে বিএনপি ও তাদের জোটের মনোনয়ন প্রত্যাশী নেতারাও তৎপরতা চালাচ্ছেন। উভয় জোটের মনোনয়ন প্রত্যাশীদের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড ও উন্নয়নের সচিত্র প্রতিবেদন, ভবিষ্যৎ কর্মকাণ্ডের ফিরিস্তিসহ লিফলেট, ব্যানার ও পোস্টার জেলা শহর, উপজেলা ও ইউনিয়নের প্রধান প্রধান সড়কের দুপাশে ও মোড়ে মোড়ে শোভা পাচ্ছে। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য মরহুম সহিউদ্দিনের ছেলে অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত মেহেরপুর-১ আসন। এর মধ্যে মেহেরপুর সদরের ৫ ও মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়ন রয়েছে। এ আসনে মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ৭৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৪১৭ ও মহিলা ভোটার ১ লাখ ৩৭ হাজার ৩৬৯ জন (০১-০১-২০১৮ তারিখ পর্যন্ত)। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগরকে কেন্দ্র করে মেহেরপুর জেলার দুটি আসনে বেশির ভাগ সময়েই ভোটের লড়াইয়ে জয়লাভ করে আওয়ামী লীগ। গত দশম জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের চাহিদা অনুযায়ী সাবেক সংসদ সদস্য মরহুম সহিউদ্দিনের ছেলে অধ্যাপক ফরহাদ হোসেন দোদুলকে মনোনয়ন দিলে তৃণমূলের নেতাকর্মীরা একত্র হয়ে তাকে বিজয়ী করেন। বর্তমানে যে যার মতো করে দলের মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিজেদের প্রচার-প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী এলাকায় তারা শুভেচ্ছা কার্ড, ঈদ কার্ড, ব্যানার ফেস্টুন ও পোস্টার সাঁটিয়েছেন। ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য বিশেষ বিশেষ স্থানে ডিজিটাল বিলবোর্ড স্থাপন করেছেন। নিজেদের গণসংযোগের ছবি, উঠান বৈঠকের চিত্র, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিতির ছবি, তৃণমূলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেয়ার ছবি ও সরকারের বিভিন্ন উন্নয়নের কথামালা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে গণসংযোগের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন এবং ভোটের মাঠে থাকার কথা জানান দিচ্ছেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক সহযোগী অধ্যাপক ইংরেজি বিভাগ, ঢাকা সিটি কলেজ, জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে উঠোন বৈঠকের মাধ্যমে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান তার অনুসারীদের নিয়ে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সাবেক জেলা সভাপতি ও নবম জাতীয় সংসদের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. জয়নাল আবেদীন খান রং-বেরংয়ের পোস্টার, ফেস্টুন ও মোড়ে মোড়ে ডিজিটাল বিলবোর্ডের মাধ্যমে জনগণের দৃষ্টি আকর্ষণ করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জেলা পরিষদের সাবেক প্রশাসক, সাবেক জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এডভোকেট মিয়াজান আলী (মিয়াজান) সমর্থকদের নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ মেহেরপুর জেলা শাখার আহŸায়ক এডভোকেট আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কো. লি. পেট্রোবাংলা পরিচালনা পর্ষদের পরিচালক এম এ এস ইমন মেহেরপুরে স্থলবন্দর প্রতিষ্ঠার সেøাগান নিয়ে নেতাকর্মীসহ মোটরসাইকেল শোভাযাত্রায় নির্বাচনী এলাকার পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন। অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে অন্যতম মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অপর মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের যুগ্ম মহাসচিব, ডবিøউএইচপিএল (শান্তির দূত) পদকপ্রাপ্ত মো. জাকির হোসেনও নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাংলদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মৌওলানা তাজউদ্দীনও ২০ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App