×

জাতীয়

ঈদুল আজহা ২২ আগস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০১৮, ১১:০৫ এএম

ঈদুল আজহা ২২ আগস্ট
বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২২ আগস্ট কোরবানির ঈদ বা ঈদুল আজহা উদযাপিত হবে। গতকাল রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে ঈদুল আজহার তারিখ নির্ধারণী সভা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানায়। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, রবিবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার (আজ) থেকে এ মাস গণনা শুরু হবে এবং বাংলাদেশে কোরবানির ঈদ হবে আগামী ২২ আগস্ট বুধবার। হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। এদিন পশু কোরবানি দেয় মুসলিম সম্প্রদায়। গতকাল জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় জিলকদ মাস ২৯ দিনে শেষ হয়েছে। ২২ আগস্ট কোরবানির ঈদ ধরে ২১, ২২ ও ২৩ আগস্ট ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ২৪ ও ২৫ আগস্ট শুক্র-শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। ২১ থেকে ২৫ আগস্ট টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App