×

জাতীয়

রমনা লেকে গোসল করতে নেমে ২ ছাত্রের মৃত্যু

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০১৮, ০৬:১৮ পিএম

রমনা লেকে গোসল করতে নেমে ২ ছাত্রের মৃত্যু
রাজধানীর রমনা পার্কের লেকে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন দুই ছাত্র। রোববার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া। তিনি জানান, দুপুর দেড়টার দিকে ওই দুই ছাত্র গোসল করতে নামেন রমনা পার্কের লেকে। এরপর তারা ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। জানা গেছে, দুই শিক্ষার্থী কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নবম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মাহফুজ এবং নাঈমুজ্জামান চৌধুরী আদনান। দুই শিক্ষার্থীর সঙ্গে থাকা আরেক শিক্ষার্থী আরিফ হোসেন জানায়, রোববার দুপুর ১২টার দিকে তারা স্কুলে না গিয়ে রমনা পার্কে যায়। দুপুর ৩টার দিকে রমনা পার্কের ভেতরের একটি পুকুরে গোসল করতে নামে আদনান ও মাহফুজ। তাদের মধ্যে আদনান সাঁতার জানত না। এ সময় আদনান তলিয়ে গেলে মাহফুজ তাকে উদ্ধার করতে যায়। কিন্তু উদ্ধার করতে না পেরে দুজনেই পুকুরে ডুবে যায়। পরে স্থানীয়রা দুই শিক্ষার্থীকে পুকুর থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। জানা গেছে, আব্দুল্লাহ আল মাহফুজের বাবা মাসুদ রানা। তারা তেজগাঁও কলোনি বাজার এলাকায় থাকতেন। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায়। নাঈমুজ্জামান চৌধুরী আদনানের বাবা হাসানুজ্জামান চৌধুরী। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী থানায়। ঢাকায় মালিবাগের গুলবাগ এলাকায় থাকতেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App